ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জেড আই খান পান্না মির্জা ফখরুলের সাথে বৈঠকে ভুটানের রাষ্ট্রদূত ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা বলেননি ট্রাম্প ৪ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্রতিনিধি দল জামিন পেল সাংবাদিক শফিক রেহমান সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর জামিন স্থগিত এবার ভাইরাল কলার শিল্পকর্ম বিক্রি হলো ৬২ লাখ ডলারে আজ বিশ্ব টেলিভিশন দিবস  পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজশিক্ষার্থীসহ নিহত ২ ডিম আমদানির অনুমতি ৩৪ কোটির, এসেছে সোয়া ১২ লাখ পিস ধামরাইয়ে শ্রমিকবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪  ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছিঃ প্রধান উপদেষ্টা রাজধানীর বিভিন্ন সড়ক আটকে বিক্ষোভে ব্যাটারিচালিত রিকশাচালকরা প্রতারণার দায়ে অভিযুক্ত গৌতম আদানি দেড় দশক পর আজ সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হলেন টবি ক্যাডম্যান ট্রাইব্যুনালের আইনে নয়, প্রয়োজন হলে ঐকমত্যের ভিত্তিতে দল নিষিদ্ধঃ আসিফ নজরুল প্রতিরোধযোগ্য ডেঙ্গুতেও শত শত মৃত্যু

ভোট দিতে যেয়ে বৃদ্ধের অভিযোগের মুখে অক্ষয়

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৩:৩৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৩:৩৪:৩৫ অপরাহ্ন
ভোট দিতে যেয়ে বৃদ্ধের অভিযোগের মুখে অক্ষয়

বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, যিনি তাঁর শারীরিক ফিটনেস এবং কঠোর রুটিনের জন্য পরিচিত, রাতের তাড়াতাড়ি ঘুমানো ও ভোরবেলা উঠে শরীরচর্চায় নিজেকে ব্যস্ত রাখেন। তবে বুধবার সকালে তিনি তার ভিন্ন দায়িত্ব পালন করতে বেরিয়ে পড়েন—মুম্বাই বিধানসভা নির্বাচনে ভোট দিতে।

ভোট দেয়ার পর, অক্ষয় যখন বাইরে বেরিয়ে আসছিলেন, তখন তিনি এক বৃদ্ধের অভিযোগের সম্মুখীন হন। অভিনেতা গিয়েছিলেন ফর্মাল পোশাকে—কালো শার্ট ও চেক প্যান্টে। ভোট শেষে বের হওয়ার পর, ওই বৃদ্ধ অক্ষয়ের কাছে আসেন এবং তার একটি শৌচালয় নিয়ে অভিযোগ করেন।

বৃদ্ধের ভাষ্য অনুযায়ী, অক্ষয় কিছু বছর আগে জনসাধারণের জন্য একটি শৌচালয় তৈরি করেছিলেন, কিন্তু এখন সেই শৌচালয়ের অবস্থা খারাপ। বৃদ্ধ জানান, তিনি তিন-চার বছর ধরে শৌচালয়টির দেখাশোনা করছেন এবং একটি লোহার বাক্সের প্রয়োজন, যা নিয়মিত জং ধরে যায়। বৃদ্ধ অক্ষয়ের কাছে সেই বাক্সটি চেয়েছিলেন।

অক্ষয় বিষয়টি নিয়ে বিএমসি কর্তৃপক্ষের সাথে কথা বলার আশ্বাস দেন, এবং জানান যে নগর পালিকা এই সমস্যা সমাধান করবে। বৃদ্ধ যখন অক্ষয়ের কাছে সরাসরি বাক্সটি চেয়েছিলেন, তখন অভিনেতা তাদের একে অন্যের সাহায্য করতে বলে কথা শেষ করেন।

এ ঘটনার পর অক্ষয় নিজের কালি লাগানো আঙুল সবার সামনে দেখিয়ে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলেন এবং পরে নিজের গাড়িতে চেপে চলে যান।

এটি ছিল অক্ষয়ের প্রথম ভোটাধিকার প্রয়োগের পর থেকে দ্বিতীয় ভোটদান, যেটি তিনি তার কেন্দ্রের সর্বপ্রথম ভোটার হিসেবে দিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের আগে পর্যন্ত অক্ষয় কুমার ছিলেন কানাডার নাগরিক, তবে বর্তমানে তিনি ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন।


কমেন্ট বক্স