ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির পাকিস্তানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মঞ্চে আজহারী, অপেক্ষার প্রহর শেষ হলো চাঁপাইনবাবগঞ্জবাসীর ‘মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে’ তুরস্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত দুদক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, যোগাযোগের পরামর্শ মহাপরিচালকের নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর মিলল শিক্ষার্থীর মরদেহ বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান যখন কাউকে প্রয়োজন হবে, তখনই আপনি একা : পরীমণি আজহারুলকে মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মী জেলে যেতে প্রস্তুত: শফিকুর রহমান ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ খিলগাঁও গ্যারেজপট্টির আগুনে পুড়ে ছাই ২৪ গাড়ি চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি, দাবি পুলিশের মিরপুরে একাধিক দোকান ও বাসায় দুর্ধর্ষ ডাকাতি জুলাই বিপ্লবের কৃতিত্ব কাদের, জানালেন মির্জা ফখরুল বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন প্রবাসী জেলেনস্কিকে গুরুত্বপূর্ণ মনে করেন না ট্রাম্প মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

ডিম আমদানির অনুমতি ৩৪ কোটির, এসেছে সোয়া ১২ লাখ পিস

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ১১:১৪:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ১১:১৪:৪৮ পূর্বাহ্ন
ডিম আমদানির অনুমতি ৩৪ কোটির, এসেছে সোয়া ১২ লাখ পিস
দাম নিয়ন্ত্রণে ৪৩ প্রতিষ্ঠানকে নতুন করে ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়েছে। যদিও এই অনুমতির ক্ষেত্রে মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো ধরনের সুপারিশ নেওয়া হয়নি। কয়েক দফায় এ পর্যন্ত প্রায় ৩৪ কোটি পিস আমদানির অনুমতি দিলেও গত এক বছরে আমদানি হয়েছে মাত্র ১২ লাখ ২১ হাজার পিস।

বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশে গড়ে দৈনিক ছয় কোটি পিস থেকে সাড়ে ছয় কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। কিন্তু সম্প্রতি বন্যা এবং ডিম উৎপাদনের বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটে ডিমের উৎপাদনে ভাটা পড়ে। এর সঙ্গে কম্পানি ও ব্যবসায়ীদের কারসাজিতে বেশ বেড়ে যায় এই নিত্যপণ্যটির দাম। ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি দেওয়া হয়।কিন্তু সেই আমদানির অনুমতির ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করা হয়নি। এ ছাড়া আমদানির ক্ষেত্রে নানা ধরনের অস্বাভাবিক শর্ত দেওয়া হচ্ছে। গত বছরের ৫ নভেম্বর থেকে ডিম আমদানি শুরু হয়। ওই সময়ে ৬২ হাজার পিস ডিম দেশে আমদানি করা হয়।

অন্যদিকে চলতি বছরের ৮ সেপ্টেম্বর থেকে আবার আমদানি শুরু হয়। সব মিলিয়ে গতকাল ১৯ নভেম্বর পর্যন্ত ১২ লাখ ২১ হাজার ডিম আমদানি করা হয়েছে।এ বিষয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে কালের কণ্ঠকে বলেন, দেশের ডিমের চাহিদা ও জোগান বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করে প্রাণিসম্পদ অধিদপ্তর। কিন্তু তাদের কোনো পরামর্শ ছাড়াই ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত ডিম উৎপাদনকারী খামারিদের উদ্বেগ বাড়াচ্ছে।

জানা গেছে, ডিম আমদানির ক্ষেত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুমুক্ত দেশগুলো থেকে ডিম আমদানি করতে হবে। ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকার নির্ধারিত বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দেওয়া বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত থাকার সনদ দাখিল করতে হবে। প্রতিটি চালানের কমপক্ষে ১৫ দিন আগে সংশ্লিষ্ট সঙ্গনিরোধ কর্মকর্তাকে জানাতে হবে। এ ছাড়া অনুমতি পেলে সাত দিন পর পর এসংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত এই অনুমতি কার্যকর থাকবে।

বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) সভাপতি মো. সুমন হাওলাদার জানান, ডিম ব্যবসায়ী ও পোলট্রি খাতের বড় কম্পানিগুলোর কাছে দেশের প্রান্তিক খামারিরা বন্দি। সরকারও অনেকটাই বন্দি মনে হচ্ছে। ভারতে একটি ডিম উৎপাদন খরচ কেন পাঁচ টাকা আর বাংলাদেশে কেন ১১-১২ টাকা। সেটি বিশ্লেষণ করলেই দেশের ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা সহজ হবে। বড় কম্পানিগুলো ফিড, মুরগির বাচ্চার দাম নির্ধারণ করে দিচ্ছে। তারা এসব পণ্য কত দামে কিনছে আর কত দামে বিক্রি করছে সেটি তদারকি করতে হবে। আবার সরকারের প্রণোদনা কার্যক্রমের বা শুল্ক ছাড়ের বা অন্যান্য সুবিধা প্রদানের ক্ষেত্রে দেশের প্রান্তিক খামারিরা বঞ্চিত থাকেন। সুবিধা ভোগ করে থাকেন বড় কম্পানিগুলো।

কৃষি অর্থনীতিবিদ ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলম খান কালের কণ্ঠকে বলেন, বাজারে সবজির দামের সঙ্গে ডিম ও মুরগির দামের একটি পরিপূরক সম্পর্ক রয়েছে। এখন বাজারে সবজি উঠতে শুরু করেছে, ফলে ডিমের দাম আরো কমবে। তবে ডিম উৎপাদনের তথ্যে বড় ধরনের সংস্কার করতে হবে। আবার ডিমের দাম নির্ধারণ যৌক্তিকভাবে করতে হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির

প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে মনোযোগী হওয়ার পরামর্শ এনআইডি ডিজির