সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৫০ জন। বুধবার (২০ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।
সানা জানায়, জর্ডান সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি ফাইটার জেট এই হামলা চালায়। এতে একটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
গাজায় চলমান আগ্রাসনের পাশাপাশি সিরিয়াতেও নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটি দাবি করে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনাগুলোই তাদের প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে। তবে গত সেপ্টেম্বর থেকে ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়।