ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যুহারে সিরিয়াকে ছাড়িয়ে ২০২৩ সালে শীর্ষে উঠেছে মিয়ানমার। বুধবার (২০ নভেম্বর) ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু ব্যান ল্যান্ডমাইনস (আইসিবিএল)-এর ‘ল্যান্ডমাইন মনিটর ২০২৪’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গত বছর মিয়ানমারে ল্যান্ডমাইন ও বিস্ফোরক গোলাবারুদের আঘাতে এক হাজার তিনজন নিহত হয়েছেন। একই সময়ে সিরিয়ায় হতাহতের সংখ্যা ছিল ৯৩৩।
গবেষণায় উল্লেখ করা হয়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সংঘাত ব্যাপক আকার ধারণ করেছে। নাইপিদো ছাড়া প্রতিটি রাজ্য ও অঞ্চলে ল্যান্ডমাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
আইসিবিএল আরও জানায়, সামরিক জান্তা বেসামরিক লোকদের জোরপূর্বক মাইন পুঁতে রাখা এলাকায় হাঁটতে বাধ্য করেছে। একই সঙ্গে মিয়ানমারে ভূমিমাইন ব্যবহারের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের তথ্যমতে, সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অন্তত ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে মিয়ানমার এখনো ভূমিমাইন নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করেনি।
4o