ঢাকা , শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে ‘জাতীয় হিরো’ আল আহমেদ

বার্সার প্রস্তাব পেয়েও যে কারণে যোগ দেননি বুফন

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০২:৫৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০২:৫৯:২৭ অপরাহ্ন
বার্সার প্রস্তাব পেয়েও যে কারণে যোগ দেননি বুফন
ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের বার্সেলোনায় খেলার ইচ্ছা ছিল। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে স্প্যানিশ ক্লাবটি থেকে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে খেলার প্রস্তাবও পেয়েছিলেন। তবে এক অদ্ভুত কারণে সেই প্রস্তাব ফিরিয়ে ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন এই বিশ্বকাপজয়ী তারকা।

২০২৩ সালে ২৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে সব ধরনের ফুটবলকে বিদায় জানান ৪৬ বছর বয়সি এই গোলরক্ষক। অবসরের পর ইতালি জাতীয় দলের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি নিজের ক্যারিয়ারের শেষ সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বুফন।

তিনি জানান, বার্সার প্রস্তাব পাওয়ার পর গাড়ি চালানোর সময় জোভানোত্তির বিখ্যাত গান ‘বেলা’ শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। গানটি শুনেই তিনি বার্সার প্রস্তাবে সাড়া না দিয়ে নিজের শৈশব ক্লাব পারমাতেই ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নেন।

বুফন বলেন, "বার্সা আমাকে তাদের দ্বিতীয় কিপার হওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি ভেবেছিলাম, রোনালদোর পর মেসির সঙ্গে খেলা অসাধারণ অভিজ্ঞতা হবে। তবে একদিন গাড়ি চালানোর সময় হঠাৎ জোভানোত্তির ‘বেলা’ শুনি। গানটি শুনে মনে হলো, যেখানে সব শুরু হয়েছিল, সেখানেই শেষ করা উচিত।"

বুফন আরও বলেন, "আমি গত ১০ বছর এই গানটি শুনিনি। কিন্তু সেদিন গান শুনে ওপরের দিকে তাকালাম এবং পারমাতেই অবসরের সিদ্ধান্ত নিলাম।"

এর আগেও বার্সেলোনায় যোগ দেওয়ার সুযোগ হয়েছিল বুফনের। ২০০১ সালে বার্সা তাকে কিনতে চাইলেও তিনি বাবার সঙ্গে আলোচনা করে জুভেন্টাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বুফন।

গোলরক্ষক হিসেবে বুফনের দীর্ঘ ক্যারিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ফুটবল থেকে বিদায়ের আগে এমন এক সিদ্ধান্ত তাকে আরও অনন্য করে তুলেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন