ঢাকা , শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ , ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে পুলিশের লাঠিচার্জে সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-সড়কে আগুন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-সড়কে আগুন হামজাকে বিশ্ববিদ্যালয়ে নিতে চান নতুন ক্রীড়া সম্পাদক নার্গিস জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে : আলী রীয়াজ শনিবার খোলা থাকবে ব্যাংক যে তিনভাবে জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৫ গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরাইল: ট্রাম্প চানখারপুলে ৬ হত্যা: আজ ট্রাইব্যুনালে ফের সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা দাবি আদায় না হলে শাহবাগে ব্লকেডের ঘোষণা শিক্ষকদের মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুন এখনো বের হচ্ছে ধোঁয়া, কেমিক্যালের প্রভাবে অসুস্থ হচ্ছেন অনেকে বন্ধু না আসায় কবুল বললেন না বর তার ওপর হামলা ছিল ‘টেস্ট কেস’: নুর ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা

বার্সার প্রস্তাব পেয়েও যে কারণে যোগ দেননি বুফন

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০২:৫৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০২:৫৯:২৭ অপরাহ্ন
বার্সার প্রস্তাব পেয়েও যে কারণে যোগ দেননি বুফন
ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের বার্সেলোনায় খেলার ইচ্ছা ছিল। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে স্প্যানিশ ক্লাবটি থেকে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে খেলার প্রস্তাবও পেয়েছিলেন। তবে এক অদ্ভুত কারণে সেই প্রস্তাব ফিরিয়ে ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন এই বিশ্বকাপজয়ী তারকা।

২০২৩ সালে ২৯ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে সব ধরনের ফুটবলকে বিদায় জানান ৪৬ বছর বয়সি এই গোলরক্ষক। অবসরের পর ইতালি জাতীয় দলের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন তিনি। সম্প্রতি নিজের ক্যারিয়ারের শেষ সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বুফন।

তিনি জানান, বার্সার প্রস্তাব পাওয়ার পর গাড়ি চালানোর সময় জোভানোত্তির বিখ্যাত গান ‘বেলা’ শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। গানটি শুনেই তিনি বার্সার প্রস্তাবে সাড়া না দিয়ে নিজের শৈশব ক্লাব পারমাতেই ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নেন।

বুফন বলেন, "বার্সা আমাকে তাদের দ্বিতীয় কিপার হওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি ভেবেছিলাম, রোনালদোর পর মেসির সঙ্গে খেলা অসাধারণ অভিজ্ঞতা হবে। তবে একদিন গাড়ি চালানোর সময় হঠাৎ জোভানোত্তির ‘বেলা’ শুনি। গানটি শুনে মনে হলো, যেখানে সব শুরু হয়েছিল, সেখানেই শেষ করা উচিত।"

বুফন আরও বলেন, "আমি গত ১০ বছর এই গানটি শুনিনি। কিন্তু সেদিন গান শুনে ওপরের দিকে তাকালাম এবং পারমাতেই অবসরের সিদ্ধান্ত নিলাম।"

এর আগেও বার্সেলোনায় যোগ দেওয়ার সুযোগ হয়েছিল বুফনের। ২০০১ সালে বার্সা তাকে কিনতে চাইলেও তিনি বাবার সঙ্গে আলোচনা করে জুভেন্টাসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন বুফন।

গোলরক্ষক হিসেবে বুফনের দীর্ঘ ক্যারিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ফুটবল থেকে বিদায়ের আগে এমন এক সিদ্ধান্ত তাকে আরও অনন্য করে তুলেছে।

কমেন্ট বক্স
অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে

অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে