ঢাকা , রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ , ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়মুখী প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের পুলিশের বাধা, জলকামান নগদে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে রুল খারিজ বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতায় অর্থায়ন বাতিল করল যুক্তরাষ্ট্র পরিবার নিয়ে তাজমহল দর্শনে ঋষি সুনাক নিষিদ্ধ ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় সভাপতি অপূর্ব গ্রেফতার নিষেধাজ্ঞায় পড়লেন গ্র্যান্ড স্লাম জয়ী সিনার লেবাননে ইরানের বিমান অবতরণে বাধা গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গতকাল কথা কাটাকাটি, আজ ঘণ্টাব্যাপী সংঘর্ষ দিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু আগামীকাল আ.লীগের নিবন্ধন বাতিল নিয়ে বলার সময় আসেনি: ইসি আনোয়ারুল সাবেক এমপি ছানোয়ারসহ আ. লীগের তিন নেতা গ্রেপ্তার আগামীকাল মাঠে নামছেন শান্ত-মিরাজরা পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৪ সৈন্য ও ১৫ সন্ত্রাসী নিহত আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা মহানগর নাট্যোৎসব স্থগিত, যা বললেন উপদেষ্টা ফারুকী জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন মানবে না বিএনপি: রিজভী সরকারের সমালোচনা করা যায় এমন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে: শফিকুল আলম ভারতকে এফ–৩৫ দিলে এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা তৈরি হবে: পাকিস্তান ভ্যালেন্টাইনকে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে লাইভে ‘চড়’ মারলেন পরী মণি ড. ইউনূস ও ইলন মাস্কের কথোপকথনের নেপথ্যে মুশফিকুল ফজল আনসারী!

খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২১-১১-২০২৪ ০৫:২৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১১-২০২৪ ০৫:২৪:২১ অপরাহ্ন
খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপস্থিত করতে পেরে গর্বিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন। একযুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।’

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে বিকেল পৌনে ৪টায় সেনাকুঞ্জে পৌঁছান বেগম জিয়া। উল্লেখযোগ্যভাবে, ২০১৮ সালের পর এটিই তার প্রথম প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ। সবশেষ তিনি ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন। এছাড়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সর্বশেষ তিনি ২০১২ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেন।

আজকের এই সফর বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ ২০১০ সালের ১৩ নভেম্বর সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে তাকে জবরদস্তি করে বের করে দেওয়া হয়েছিল। দীর্ঘ একযুগ পর সেনানিবাসে পা রাখলেন বেগম খালেদা জিয়া।

গত মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এএসএম কামরুল আহসান বেগম জিয়ার কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

সশস্ত্র বাহিনী দিবসের এই আয়োজনে বেগম খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দসহ মোট ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য, ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রণ পেলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়মুখী প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের পুলিশের বাধা, জলকামান

সচিবালয়মুখী প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের পুলিশের বাধা, জলকামান