রাশিয়া ইউক্রেনে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবার আইসিবিএম ব্যবহার করেছে মস্কো।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোরে রাশিয়ার দক্ষিণ আস্ট্রাখান অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এটি ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলের শহর দিনিপ্রোতে আঘাত হানে।
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দিনিপ্রোর ‘গুরুত্বপূর্ণ অবকাঠামো’কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে কোন ধরনের আইসিবিএম ব্যবহার করা হয়েছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধের উত্তেজনা বাড়াবে বলে মনে করা হচ্ছে। এর আগে মার্কিন ও ব্রিটিশ সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেন। এ ধরনের হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিল মস্কো।
আইসিবিএম এমন ক্ষেপণাস্ত্র যা হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এটি পারমাণবিক অস্ত্র বহন করেও হামলা চালাতে পারে। ইউক্রেনের ওপর এমন হামলা যুদ্ধ পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।