রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে কোনো দ্বিধা করবেন না। এমন মন্তব্য করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। বুধবার (২০ নভেম্বর) এক ভাষণে তিনি এ কথা বলেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র ও তহবিল দিয়ে সহায়তা করে আসছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন।
এর জবাবে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের ভূখণ্ডে এমন হামলা হয়, তবে তারা উপযুক্ত জবাব দেবে। এ বিষয়ে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) পুতিন এক ডিক্রিতে সই করেন। এতে রাশিয়ার নিরাপত্তা ও সামরিক বাহিনীর ওপর হুমকি তৈরি হলে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।
ভুসিক বলেন, "পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারে একটুও দ্বিধা করবেন না। যদি তার দেশের নিরাপত্তা বা সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে, এবং তার সামনে অন্য কোনো বিকল্প না থাকে।"
তিনি আরও বলেন, "পশ্চিমা দেশগুলো মনে করছে, পুতিন কেবল হুমকি দিচ্ছেন। কিন্তু যারা তাকে চেনে, তারা জানে—তিনি যা বলেন, তা করতেও দ্বিধা করেন না।"
তিনি স্বীকার করেন, সার্বিয়া এমন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত নয়।
"আমাদের আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৫৭ হাজার লোকের জায়গা আছে। অথচ প্রয়োজন ১০ থেকে ১৫ লাখ লোকের জন্য ব্যবস্থা করা। আমরা এই বিষয়ে দ্রুত কাজ শুরু করব," বলেন ভুসিক।
সার্বিয়ার জনগণের উদ্দেশে তিনি বলেন, "আমি দুঃখিত যে সময়মতো এ বিষয়ে প্রস্তুতি নিতে পারিনি। তবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবিলা করব।"
Mytv Online