ঢাকা , সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার কিছু চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয়: বিএনপি

‘ব্রেক ফেল’ করে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে থামল ট্রেন

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০২:০০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০২:০০:৪৩ অপরাহ্ন
‘ব্রেক ফেল’ করে স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে গিয়ে থামল ট্রেন
নীলফামারীর ডোমার রেলস্টেশনে যাত্রাবিরতির পর যাত্রী নিয়ে খুলনার দিকে যাওয়ার কথা ছিল সীমান্ত এক্সপ্রেস নামের একটি ট্রেনের। তবে স্টেশনটিতে না থেমে প্ল্যাটফর্ম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ‘ব্রেক ফেল’ করায় এমনটি ঘটেছে। এ ঘটনায় হতাহত কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। যাত্রীরা বলছেন, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে ফিরে গিয়ে যাত্রীদের ট্রেনটিতে তোলা হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ডোমার পৌঁছানোর নির্ধারিত সময় ছিল। ট্রেনটি কিছুটা বিলম্বে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ডোমার রেলস্টেশনে পৌঁছায়। তবে সেখানে না থেমে যান্ত্রিক ত্রুটির কারণে দ্রুতগতিতে সামনে এগিয়ে যায়। প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে দাঁড়াতে সক্ষম হয় এটি। সেখানে কিছুক্ষণ থামার পর আবার উল্টো পথে প্ল্যাটফর্মের দিকে ট্রেনটিকে আনা হয়।

এর কারণ জানতে চাইলে ট্রেনটির চালক আসাদুজ্জামান ও গার্ড হ‌ুমায়ূন কবির খান জানান, সাধারণ ব্রেক কাজ না করায় স্টেশন ছেড়ে অনেক দূর গিয়ে জরুরি ব্রেক ধরে ট্রেনটি থামানো হয়। ততক্ষণে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়। এরপর ডোমার রেলস্টেশনটি ফিরে গিয়ে ৭টা ৫০ মিনিটের দিকে আবার গন্তব্যের উদ্দেশে রওনা করে ট্রেনটি।

ডোমার রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার বাবু হোসেন জানান, ‘আমরা মাইকে বরাবরের মতো ঘোষণা দিচ্ছিলাম, স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি থামবে। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দুই কিলোমিটার সামনে এগিয়ে যায়। এ সময় যাত্রীদের সাময়িক অসুবিধা হয়। পরে ট্রেনটি পেছনে ফিরে এসে যাত্রীদের ওঠায়। এরপর তাঁদের নিয়ে ট্রেনটি আবার ৭টা ৫০ মিনিটের দিকে গন্তব্যে রওনা দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, এ ঘটনায় কেউ ক্ষতির সম্মুখীন হয়নি।’

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত