ঢাকা , বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ , ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে তিনভাবে জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৫ গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরাইল: ট্রাম্প চানখারপুলে ৬ হত্যা: আজ ট্রাইব্যুনালে ফের সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা দাবি আদায় না হলে শাহবাগে ব্লকেডের ঘোষণা শিক্ষকদের মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুন এখনো বের হচ্ছে ধোঁয়া, কেমিক্যালের প্রভাবে অসুস্থ হচ্ছেন অনেকে বন্ধু না আসায় কবুল বললেন না বর তার ওপর হামলা ছিল ‘টেস্ট কেস’: নুর ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে

ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে কলকাঠি নেড়েছে সৌদি, বুশরা বিবির দাবি

  • আপলোড সময় : ২২-১১-২০২৪ ০২:২৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৪ ০২:২৩:২৪ অপরাহ্ন
ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে কলকাঠি নেড়েছে সৌদি, বুশরা বিবির দাবি
ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর পেছনে কলকাঠি নেড়েছে সৌদি আরব। ইমরানের স্ত্রী বুশরা বিবি এক ভিডিও বার্তায় এ দাবি করেছেন।শুক্রবার (২২ নভেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ‍কারাবন্দি ইমরান খানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভে সাধারণ মানুষকে যোগদানের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবি। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকদের ২৪ নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান। সেই বার্তাতেই ইমরান খানের ক্ষমতাচ্যুতির পেছনে সৌদি আরব জড়িত ছিল বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, ২০২২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের পতন করার ক্ষেত্রে দেশটির অগ্রণী ভূমিকা ছিল।

বুশরা বিবি বলেন, যখন ইমরান খান মদিনায় যান তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সৌদি কর্তৃপক্ষ কল করে। সৌদি কর্মকর্তারা সেনাপ্রধানকে বলেন, ইমরান খানের পদক্ষেপ নিয়ে আমরা অসন্তুষ্ট। আপনি কাকে নিয়ে এসেছেন। এমন ব্যক্তিত্বের লোক আমরা পছন্দ করি না।বুশরা বলেন, এরপর থেকে তারা আমাদের বিরুদ্ধে প্রচারণা চালু করে এবং ইমরান খানকে ইহুদির এজেন্ট বলতে থাকে।একই বার্তায় বুশরা বিবি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান একটি বার্তা পাঠিয়েছেন। ২৪ নভেম্বরের বিক্ষোভে সবাইকে যোগ দিতে হবে। তারিখ কোনো অবস্থাতেই পরিবর্তন করা হবে না। পিটিআই প্রতিষ্ঠাতা ঘোষণা না দিলে প্রতিবাদের তারিখ পরিবর্তন করা যাবে না। সবাই প্রস্তুত হন।

প্রাক্তন ফার্স্ট লেডি আরও বলেন, আমাদের প্রতিবাদ আইন ও সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে করা হবে। আইন অনুযায়ী শান্তিপূর্ণ প্রতিবাদ করতে কাউকে বাধা দেওয়া যাবে না।এদিকে এই বিক্ষোভ ঠেকাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে দেশটির সরকার। গুরুত্বপূর্ণ শহরগুলোতে ঢোকার রাস্তাগুলো কনটেইনার দিয়ে বন্ধ করার প্রস্তুতি চলছে। সেই সঙ্গে চলছে পিটিআই নেতাকর্মীদের ধরপাকড়। বিক্ষোভের আগে বন্ধ হয়ে যেতে পারে মোবাইল ইন্টারনেট সেবাও।পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পিটিআইর ২৪ নভেম্বরের প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাওয়ালপিন্ডিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শহরের ৫০টি পয়েন্ট অবরুদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পিটিআই কর্মীরা রাজধানী ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন। পুলিশ সূত্র জানিয়েছে, ৫০টি প্রবেশপথে পণ্যবাহী কনটেইনার, ব্লেডযুক্ত তার ও কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়া হবে। বিক্ষোভ ঠেকাতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও এলিট ফোর্স মোতায়েন থাকবে। কোনো অবস্থাতেই কাউকে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং নাগরিকদের জানমাল রক্ষায় ‘অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়া হবে। তবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়াতে জলকামান ও রাবার বুলেট ব্যবহারের ঝুঁকি এড়ানোর চেষ্টা করা হচ্ছে।

ডন জানিয়েছে, পিটিআই নেতাকর্মীদের দমনে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া অভিযানে এরই মধ্যে ৩০ জনের বেশি কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ আশঙ্কা করছে, বিক্ষোভকারীরা অস্ত্র নিয়ে আসতে পারে।

কমেন্ট বক্স
যে তিনভাবে জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল

যে তিনভাবে জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল