ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে মাছ ধরা একটি নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। নৌকাটিতে ১৩ জন ক্রু ছিল বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দেশটির গোয়া উপকূলের কাছে এ ঘটনা ঘটেছে।এ ঘটনার পর ভারতীয় নৌবাহিনী ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। এরইমধ্যে ১১ জন ক্রুকে উদ্ধার করা হলেও দুজন এখনও নিখোঁজ রয়েছেন।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে, গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে একটি স্কোর্পেন-শ্রেণির সাবমেরিনের সঙ্গে মার্থোমা নামক জাহাজটির সংঘর্ষ হয়েছে।এতে আরও বলা হয়, ‘বাকি দুজনের জন্য অনুসন্ধান এবং উদ্ধার প্রচেষ্টা চলছে। মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের (এমআরসিসি) সাথে সমন্বয় করা হচ্ছে।’
ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
Mytv Online