ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা! যারাই ক্ষমতায় এসেছেন তারাই দেশটাকে লুটে খেয়েছেন: মাসুদ সাঈদী বর্তমান সংবিধান ফ্যাসিস্ট বানানোর কারখানায় পরিণত হয়েছে: পার্থ মার্সেল ফ্রিজ কিনে গাড়ি পেলেন ঢাকার আনিসুর রহমান ছাত্র আন্দোলনে ‘পাকিস্তানি শুটারগান দিয়ে ২৮ রাউন্ড গুলি করা’ তৌহিদ গ্রেফতার ট্রাম্প ক্ষমতায় আসার পর রকেটগতিতে বাড়ছে মাস্কের সম্পদ রাঙামাটিতে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রুপনাকে সংবর্ধনা হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম নিহত, দাবি ইসরায়েলের বিতাড়িত স্বৈরাচার বিদেশি প্রভুদেরকে নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে: তারেক রহমান যে ‘নো’ বলের কারণে আবুধাবি টি-টেন লিগে ফিক্সিংয়ের সন্দেহ চলে গেলেন ‘লাল পাহাড়ির দেশে যা’র স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী কেরালার ওয়েনাড়ে ৫ লাখ ভোটে এগিয়ে বিশাল জয়ের পথে প্রিয়াঙ্কা গান্ধী সেই ‘প্রেমিক’কে নিয়ে খাসি জবাই দিলেন পরীমণি! শহীদ প‌রিবা‌রের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হ‌বে : সারজিস আলম মর্যাদাপূর্ণ সমাজ রুপান্তরে কাজ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা যেসব সুপারিশ করলেন নির্বাচন সংস্কার কমিশন ‘মস্তিষ্ক চিপ’ ট্রায়ালের জন্য মাস্ককে অনুমতি দিলো কানাডা স্বামীর মোবাইলে প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, লাশ হলেন নববধূ বিএন‌পির জনসমাবেশে নেতাকর্মীর উল্লাসে জনসমুদ্র পটুয়াখালী‌ জমিয়ত সভাপতির ইন্তেকালে মির্জা ফখরুলের শোক

সামনে ‘বিরাট ক্রান্তিকাল’নির্বাচন যত দ্রুত তত মঙ্গল: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১০:২৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:২৯:৩৪ পূর্বাহ্ন
সামনে ‘বিরাট ক্রান্তিকাল’নির্বাচন যত দ্রুত তত মঙ্গল: মির্জা ফখরুল
দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষে ‘গোলটা’ ছাত্ররা ভালোভাবে করতে পেরেছে, বলেন বিএনপি মহাসচিব।
সামনের সময়টাকে ‘ক্রান্তিকাল’ উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। বলেছেন, “নির্বাচন যত দ্রুত হয়, দেশের জন্য ততই মঙ্গল।”শুক্রবার সন্ধ্যায় যশোর সদরে ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত’ নাগরিক ভাবনা নিয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপি নেতা।

তিনি বলেন, “বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলছে। তবে সেটা হতে হবে টেকসই। তাতে জনগণের সমর্থন থাকতে হবে। নির্বাচিত সরকার শক্তিশালী হয়, কারণ তাদের পেছনে জনগণ থাকে, তখন সংস্কার কাজ করা সহজ হয়।”ফখরুল বলেন, “সামনে বিরাট ক্রান্তিকাল। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটিয়েছি। সেই ঐক্যকে সামনে রেখে গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে। আবার বিবোধ সৃষ্টির চেষ্টা চলছে।”

সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলা আছে। দৈব দুর্বিপাকে সেটি করা না গেলে আরও ৯০ দিন সময় নেওয়া যায়। কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে, আগে ‘সংস্কার’ পরে নির্বাচন। বিএনপি বারবার তাগাদা দিলেও নির্বাচনের কোনো রূপরেখা দিচ্ছে না সরকার।এর মধ্যে বিএনপির পক্ষ থেকে প্রায় প্রতিদিনই নানা আয়োজনে নেতারা নির্বাচনের দাবি করেই যাচ্ছেন।সরকার পতন আন্দোলনে বিএনপির কৃতিত্বও দাবি করেন ফখরুল। তিনি বলেন, বলেন, “১৬ বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ৭০০ নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন ও পঙ্গু করা হয়েছে। গ্রাম-গঞ্জে নেতাকর্মীরা রাতে বাড়িতে থাকতে পারেননি, ধান ক্ষেত ও গাছের ওপরে ঘুমিয়েছেন।

দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষে ‘গোলটা’ ছাত্ররা ভালোভাবে করতে পেরেছে মন্তব্য করে তাদেরকে ‘স্যালুট’ জানান বিএনপি মহাসচিব।আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ গণতান্ত্রিক দল না। তারা কখনও গণতন্ত্রে বিশ্বাস করেনি। স্বাধীনতা যুদ্ধের সময়, পরে ও গত ১৬ বছরে তারা সেটা প্রমাণ করেছে।“আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার জন্য। অথচ স্বাধীনতার পর দেখলাম উল্টোটা। আমাদের দুর্ভাগ্য, ৫৩ বছর পরও সেই গণতন্ত্রের কথাই আমাদের বলে যেতে হচ্ছে।”

যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা!

কৃষ ফোর-ই হবে শেষ সিনেমা!