ঢাকা , শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ , ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে পুলিশের লাঠিচার্জে সংসদ ভবন ছাড়লেন জুলাই যোদ্ধারা পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-সড়কে আগুন পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-সড়কে আগুন হামজাকে বিশ্ববিদ্যালয়ে নিতে চান নতুন ক্রীড়া সম্পাদক নার্গিস জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করা হয়েছে : আলী রীয়াজ শনিবার খোলা থাকবে ব্যাংক যে তিনভাবে জানা যাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আফগানিস্তানে বিস্ফোরণে নিহত ৫ গাজায় ফের অভিযান চালাতে পারে ইসরাইল: ট্রাম্প চানখারপুলে ৬ হত্যা: আজ ট্রাইব্যুনালে ফের সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা দাবি আদায় না হলে শাহবাগে ব্লকেডের ঘোষণা শিক্ষকদের মৃতদেহ শনাক্ত হলে দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে রূপনগরে কেমিক্যাল গোডাউনে আগুন এখনো বের হচ্ছে ধোঁয়া, কেমিক্যালের প্রভাবে অসুস্থ হচ্ছেন অনেকে বন্ধু না আসায় কবুল বললেন না বর তার ওপর হামলা ছিল ‘টেস্ট কেস’: নুর ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা

সামনে ‘বিরাট ক্রান্তিকাল’নির্বাচন যত দ্রুত তত মঙ্গল: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১০:২৯:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১০:২৯:৩৪ পূর্বাহ্ন
সামনে ‘বিরাট ক্রান্তিকাল’নির্বাচন যত দ্রুত তত মঙ্গল: মির্জা ফখরুল
দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষে ‘গোলটা’ ছাত্ররা ভালোভাবে করতে পেরেছে, বলেন বিএনপি মহাসচিব।
সামনের সময়টাকে ‘ক্রান্তিকাল’ উল্লেখ করে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। বলেছেন, “নির্বাচন যত দ্রুত হয়, দেশের জন্য ততই মঙ্গল।”শুক্রবার সন্ধ্যায় যশোর সদরে ‘ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত’ নাগরিক ভাবনা নিয়ে এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন বিএনপি নেতা।

তিনি বলেন, “বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলছে। তবে সেটা হতে হবে টেকসই। তাতে জনগণের সমর্থন থাকতে হবে। নির্বাচিত সরকার শক্তিশালী হয়, কারণ তাদের পেছনে জনগণ থাকে, তখন সংস্কার কাজ করা সহজ হয়।”ফখরুল বলেন, “সামনে বিরাট ক্রান্তিকাল। ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটিয়েছি। সেই ঐক্যকে সামনে রেখে গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে হবে। অনেক ষড়যন্ত্র হচ্ছে। আবার বিবোধ সৃষ্টির চেষ্টা চলছে।”

সংবিধানে সংসদ ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলা আছে। দৈব দুর্বিপাকে সেটি করা না গেলে আরও ৯০ দিন সময় নেওয়া যায়। কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে, আগে ‘সংস্কার’ পরে নির্বাচন। বিএনপি বারবার তাগাদা দিলেও নির্বাচনের কোনো রূপরেখা দিচ্ছে না সরকার।এর মধ্যে বিএনপির পক্ষ থেকে প্রায় প্রতিদিনই নানা আয়োজনে নেতারা নির্বাচনের দাবি করেই যাচ্ছেন।সরকার পতন আন্দোলনে বিএনপির কৃতিত্বও দাবি করেন ফখরুল। তিনি বলেন, বলেন, “১৬ বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ৭০০ নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন ও পঙ্গু করা হয়েছে। গ্রাম-গঞ্জে নেতাকর্মীরা রাতে বাড়িতে থাকতে পারেননি, ধান ক্ষেত ও গাছের ওপরে ঘুমিয়েছেন।

দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষে ‘গোলটা’ ছাত্ররা ভালোভাবে করতে পেরেছে মন্তব্য করে তাদেরকে ‘স্যালুট’ জানান বিএনপি মহাসচিব।আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ গণতান্ত্রিক দল না। তারা কখনও গণতন্ত্রে বিশ্বাস করেনি। স্বাধীনতা যুদ্ধের সময়, পরে ও গত ১৬ বছরে তারা সেটা প্রমাণ করেছে।“আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার জন্য। অথচ স্বাধীনতার পর দেখলাম উল্টোটা। আমাদের দুর্ভাগ্য, ৫৩ বছর পরও সেই গণতন্ত্রের কথাই আমাদের বলে যেতে হচ্ছে।”

যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস ইসলামের সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য দেন।

কমেন্ট বক্স
অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে

অনুষ্ঠান শুরু হতে দেরি হতে পারে