সকালে ঘুম থেকে উঠে ভক্তদের হৃদয়ে বিষাদের ছায়া ফেললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি জানালেন, জাপান গার্ডেন সিটির বিল্ডিং কমিটির সদস্যরা ছয়টি কুকুর ও একটি বিড়ালকে বিষ প্রয়োগে হত্যা করেছে।
শনিবার (২৩ নভেম্বর) সকালে জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি হৃদয়বিদারক পোস্ট দেন। সেই পোস্টে একটি মৃত কুকুরের করুণ ছবি আপলোড করে তিনি লেখেন, "বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে! আমার রূপ একটাই, ক্ষুধার্ত তবু বন্ধু।"
ছবির ক্যাপশনে কুকুরগুলোর মৃত্যুর কারণ ব্যাখ্যা করে জয়া লিখেছেন, "ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ!"
এরপর তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে এই প্রাণীগুলোকে হত্যা করতে চেয়েছিল বিল্ডিং কমিটির সদস্যরা। তবে স্থানীয় প্রাণিপ্রেমী ও বিভিন্ন প্রাণিকল্যাণ সংস্থার প্রতিবাদে এতদিন তা সম্ভব হয়নি। কিন্তু এবার তারা পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
জয়ার এমন পোস্ট নেটিজেনদের ভীষণভাবে ব্যথিত করেছে। অনেকেই মন্তব্য করে মানুষের নিষ্ঠুরতার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লেখেন, "হায়রে মানুষ! সৃষ্টির সেরা!" আরেকজন মন্তব্য করেন, "বিচার হবে না জানি, তবে তীব্র প্রতিবাদ হোক। আল্লাহ বিচার করবেই।"
প্রসঙ্গত, জয়া আহসান ব্যক্তিজীবনে প্রাণীদের প্রতি ভালোবাসার জন্য পরিচিত। তার বাড়িতে তিনি বেশ কয়েকটি কুকুর লালনপালন করেন। প্রাণী কল্যাণে তার অবদানের জন্য তিনি পেয়েছেন ‘দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার’ সংগঠনের বিশেষ সম্মাননা।