ঢাকা , শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত দেশের ভেতরের খেলায়ও হিজাব নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স ইউনূস-মোদি বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে: প্রেস সচিব মুসলিম বিদ্বেষের অভিযোগ, বয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’ বিবাহবার্ষিকীতে নাচের সময় হার্ট অ্যাটাক, ওয়াসিমের মৃত্যু ইনজুরির কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান দুর্নীতির বিরুদ্ধে যৌথভাবে লড়াইয়ে বাংলাদেশ-থাইল্যান্ড সমঝোতা স্মারক স্বাক্ষর ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে যা বললেন ওয়াইসি ১৫ ঘণ্টা পর অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু চিকেন’স নেক নিয়ে উদ্বেগে ভারত, ভারী অস্ত্র ও সেনা মোতায়েন! ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন জাতীয় নির্বাচন যত দ্রুত সম্ভব আয়োজন করাই সর্বোচ্চ অগ্রাধিকার বাণিজ্য যুদ্ধে কেউ-ই বিজয়ী হয় না : ইউরোপীয় ইউনিয়ন থাই বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সদরঘাটে ঢাকামুখী মানুষের ঢল যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা

যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ১২:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ১২:৪৫:৪৬ অপরাহ্ন
যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা
কোটি কোটি টাকার আইফোন ও স্বর্ণের দোকানে চুরির ঘটনায় রাজধানীর মেগা শপিং মল যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের অবহেলায় তিনটি মোবাইল এবং একটি স্বর্ণের দোকানে কোটি কোটি টাকার মালপত্র চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় যমুনা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় ব্যবসায়ীরা যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।এর আগে গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত হন।আব্দুস সামাদ নামের একটি দোকানের ব্যবস্থাপক বলেন, মার্কেটে কোটি কোটি টাকার মোবাইল ফোন চুরি হয়। এর প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা রাস্তায় নামেন।জানা যায়, সকাল থেকে চলা এই বিক্ষোভ কর্মসূচি চলে সন্ধ্যা পর্যন্ত।এ সময় পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সেনা সদস্যরাও উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর উপস্থিতিতেই ব্যবসায়ী কর্তৃপক্ষের অবহেলার বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে দেখা যায়।
এদিকে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দূর-দূরান্ত থেকে অনেক ক্রেতা-দর্শনার্থী মার্কেটে এসেও হট্টগোলের কারণে ভেতরে ঢুকতে পারেনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মার্কেটটির তিনটি মোবাইল ও একটি স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটে জানিয়ে মার্কেটটির চতুর্থ তলার ফাহিম ইন্টারন্যাশনাল নামে ক্ষতিগ্রস্ত দোকানের একজন বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে দোকান বন্ধ করা হয়।সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৯টা ৫০ মিনিটে চোর ঢুকেছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মোবাইলসহ ক্যাশ টাকা চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য কোটি টাকা।ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা রাস্তা আটকে বিক্ষোভ করেন।

ব্যবসায়ীদের বেশ কিছু দাবি ছিল, কর্তৃপক্ষ কিছু মেনে নিয়েছে, বাকিটা আগামীকাল মালিকপক্ষ বসবে।তবে যমুনা ফিউচার পার্কে এমন চুরির ঘটনা আগেও বহুবার ঘটেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে এই মার্কেটে। মালিকপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে ব্যবসা গুটিয়ে নেওয়াসহ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দেন তারা।

পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার এইচ এম শফিকুর রহমান বলেন, গত রাতে যমুনা ফিউচার পার্কের একটি মোবাইলের দোকানে চুরি হয়। এর প্রতিবাদে দোকানিরা রাস্তা আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে দেন। জুমার নামাজের পর আবার তারা রাস্তায় নামেন।

 

কমেন্ট বক্স
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত