ইলন মাস্ক, যিনি ইতোমধ্যে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে পরিচিত, তার সম্পদ সম্প্রতি আরও দ্রুত বৃদ্ধি পেয়েছে।
২০২৪ সালের ৫ নভেম্বর, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর মাস্কের সম্পদের পরিমাণ রকেটগতিতে বেড়েছে। ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ৩৪ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা তাকে আবারও বিশ্বের শীর্ষ ধনী করে তুলেছে।
ট্রাম্পের জয় এবং তার সাথে মাস্কের সম্পর্কের ফলে, টেসলার শেয়ার দাম ৪০ শতাংশ বেড়েছে, এবং মাস্কের এআই কোম্পানি এক্সএআইয়ের শেয়ারও দ্রুত বৃদ্ধি পেয়েছে।
এক্স এআইয়ের শেয়ার দাম গত কয়েক সপ্তাহে দ্বিগুণের বেশি বেড়ে ৫ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছেছে, এবং মাস্ক কোম্পানির ৬০ শতাংশ শেয়ারের মালিক।
এছাড়া, মাস্কের অর্থনৈতিক সাফল্য এবং প্রভাব ট্রাম্পের প্রশাসনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে, যা টেসলার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে সহায়ক হতে পারে। ট্রাম্পের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মাস্ক তাকে সমর্থন জানিয়েছেন এবং তহবিল জোগান দিয়েছেন। এর ফলে, ট্রাম্প তাঁকে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ বিভাগে নতুন দায়িত্ব দিয়েছেন।
মাস্কের সম্পদ গত ছয় মাসে ২০ হাজার কোটি থেকে বেড়ে ৩১ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ল্যারি এলিসনের চেয়ে ৮ হাজার কোটি মার্কিন ডলার বেশি।