ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান নিহত ব্যাটিংয়ে দুর্দশা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় ৪ দিনের রিমান্ডে পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা! ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো সৌদিতে থানায় হামলা চালিয়ে ২ সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই, ওসিসহ আহত ২০ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না: উমামা ফাতেমা বিয়ে সেরেছিলেন মাসখানেক আগে, গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু লিভারপুল তারকা দিয়োগো জোতা'র সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে যা বললেন সারজিস

যারাই ক্ষমতায় এসেছেন তারাই দেশটাকে লুটে খেয়েছেন: মাসুদ সাঈদী

  • আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৫:৫৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৫:৫৪:৫৯ অপরাহ্ন
যারাই ক্ষমতায় এসেছেন তারাই দেশটাকে লুটে খেয়েছেন: মাসুদ সাঈদী
পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ বিন সাঈদী বলেছেন, "বিগত দিনে রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছেন, তারা দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছেন।"

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে টাউন ক্লাব মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যহীন, ন্যায়-ইনসাফ ও নীতি-নৈতিকতাপূর্ণ একটি রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু ৫৩ বছরে আমরা দেখেছি, ন্যায়-ইনসাফ দূরের কথা, বরং শোষণ আর বঞ্চনায় ভরা একটি রাষ্ট্র জাতিকে উপহার দেওয়া হয়েছে। মানুষ দুর্ভিক্ষে না খেয়ে থেকেছে, অথচ শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পরে বিয়ে করেছেন। ব্যাংক ডাকাতি, লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করা হয়েছে। যখনই যে ক্ষমতায় এসেছে, তারাই দেশকে লুটপাটের জায়গা বানিয়েছে।”

তিনি বলেন, “দেশের সম্পদ ও অর্থ বিদেশে পাচার হয়েছে। বেগম পাড়ার মতো জায়গাগুলো এর প্রমাণ। এর মূল কারণ হলো, নীতি-নৈতিকতায় সমৃদ্ধ কোনো রাজনৈতিক নেতৃত্ব দেশে আমরা পাইনি। যারা নীতি-নৈতিকতার কথা বলেন, তাদের এখনও জনগণ পরীক্ষা করেননি।”

ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “এই গণঅভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এটি বিগত ১৭ বছরের সংগ্রামের ফল। শ্রমিক, মেহনতি মানুষ, জনতা, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছাড়া এটি সম্ভব হতো না। যদি ৫ আগস্টের আন্দোলনে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ না থাকত, তবে স্বাধীনতা আসত, তবে আরও সময় লাগত। আমরা এই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম খন্দকার। প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক মো. আলহাজ্ব কবির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান

গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান