গত আগস্টে ইউক্রেনের সামরিক বাহিনী এক অতর্কিত হামলায় রাশিয়ার কুরস্ক অঞ্চলের দখল নেয়, কিন্তু তারপর থেকে রুশ সেনারা একের পর এক পাল্টা হামলা চালিয়ে কুরস্কের ৪০ শতাংশেরও বেশি এলাকা পুনরুদ্ধার করেছে। রোববার (২৪ নভেম্বর) ফ্রান্স-২৪-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন কুরস্কের দখল নেয়ার পর রাশিয়া সেখানে প্রায় ৫৯ হাজার সৈন্য মোতায়েন করেছে। ইউক্রেনের শীর্ষ সামরিক কর্মকর্তা জানান, "এক সময় আমাদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ ১,৩৭৬ বর্গকিলোমিটার এলাকা ছিল, তবে এখন তা অনেকটাই কমে এসেছে। শত্রু পাল্টা হামলার পরিমাণ ও তীব্রতা বাড়াচ্ছে। বর্তমানে আমরা প্রায় ৮০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছি। যতদিন এই দখল ধরে রাখা যৌক্তিক থাকবে, ততদিন আমরা এ অঞ্চলের নিয়ন্ত্রণে থাকব।"
ইউক্রেনের কুরস্ক অভিযানে রাশিয়ার ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ছিল প্রথম বিদেশী স্থল অভিযান, যা মস্কোকে একেবারে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয়।
এছাড়া, রাশিয়াকে সহায়তা করার জন্য কুরস্ক অঞ্চলে ১১ হাজার উত্তর কোরীয় সৈন্য পৌঁছেছে, তবে তাদের অধিকাংশই এখনও তাদের প্রশিক্ষণ শেষ করেনি।