ঢাকা , রবিবার, ১৮ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা যুদ্ধ বন্ধে ব্যর্থ হয়ে পুতিনের সাথে ফোনালাপের পরিকল্পনা ট্রাম্পের ফের ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস ভারতের ইউটিউবার জ্যোতির সঙ্গে ছিল পাকিস্তান হাইকমিশনের যোগাযোগ! আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী, ভাঙা হতে পারে বাড়ি পাঁচ বছর পর এলো তবুও ভালো লাগছে : জয়া আমরা কখনোই ইসরাইলকে স্বীকৃতি দেব না: পাকিস্তান ইসিকে জবাবদিহির আওতায় আনতে আইনের সংশোধনের দাবি জামায়াতের একনেকে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন সাম্য হত্যা: শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল গ্রেফতার আতঙ্কে নেতানিয়াহু সাত কলেজের অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ ফ্রান্স-স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা অধ্যাদেশ বাতিল না হলে এনবিআরে কলম বিরতি চলবে সাম্য হত্যার তদন্ত ডিবির কাছে হস্তান্তরের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার টকশোতে অশ্লীল শব্দচয়ন : উপস্থাপিকা তমা রশিদকে লিগ্যাল নোটিশ ৩ বিভাগে অতিভারী বর্ষণের আভাস আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা আমিরাতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন শান্ত

যাত্রা শুরু করল বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০১:২৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০২:১৩:০৬ অপরাহ্ন
যাত্রা শুরু করল বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
"Plant | Prosperity | Peace" - এই মূলমন্ত্রকে ধারণ করে যাত্রা শুরু করল বোটানি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গতকাল ২৩ নভেম্বর, ২০২৪ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় সংগঠনের নির্বাচন। এর ফলে জবি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হলো। এ নির্বাচনের মাধ্যমে বোটানি বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করার এবং বিভাগের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখার জন্য নির্বাচিত হলো নতুন নেতৃত্ব।

নির্বাচনে বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত নেতৃত্বের তালিকা ঘোষণা করা হয়। সংগঠনের প্রথম সভাপতি নির্বাচিত হয়েছেন প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুর রাজ্জাক ।  সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চারজন: মোঃ সামসুল আলম (১ম ব্যাচ), মোঃ ওমর ফারুক (৩য় ব্যাচ) ও ৭ম ব্যাচের শিক্ষার্থী মোঃ রাকিব হাসান এবং আব্দুল্লাহ আল সাঈদ মজুমদার।

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ৭ম ব্যাচের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান, যিনি সংগঠনের সার্বিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দুইজন। যেখানে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ৯ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আব্দুল জাব্বার জায়েদ এবং ১১তম ব্যাচের মোঃ তানভীর আহসান।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ময়নুল হোসাইন সাকের (১০ম ব্যাচ) এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ আসাদুজ্জামান ১২তম ব্যাচ)। সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন (৫ম ব্যাচ) এবং সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির (১৩তম ব্যাচ) সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা করবেন।

দপ্তর সম্পাদক সালমান হাজরা (৭ম ব্যাচ), আন্তর্জাতিক সম্পাদক সঞ্জয় দাস (সেশন ২০০৪-২০০৫) এবং প্রচার ও জনসংযোগ সম্পাদক মোঃ জুনাইদ হোসেন (৫ম ব্যাচ) সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে ভূমিকা রাখবেন। শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ সুমন (৮ম ব্যাচ)। তথ্যপ্রযুক্তি সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন (৮ম ব্যাচ) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ আসিফ হাসান (১১তম ব্যাচ) সংগঠনের আধুনিকায়ন ও সংস্কৃতি বিকাশে কাজ করবেন।

এছাড়া সদস্যপদে নির্বাচিত হয়েছেন ১৫ জন সদস্য। যাদের মধ্য রয়েছে ১ম ব্যাচের মোঃ মাইদুল ইসলাম ও মোঃ হাসানুল বান্না।  ৯ম ব্যাচের মোঃ সোহেল রানা। ১১তম ব্যাচের আহমেদ সিফাত চৌধুরী, রওনক আজাদ ও মোঃ অনিক মিয়া। ১২তম ব্যাচ থেকে কাজী বাইজিদ। ১৩তম ব্যাচ থেকে সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ইসমাইল হোসেন, ফারজানা আহমেদ, সাইদুল ইসলাম, ফারজানা আক্তার, সজীব চন্দ্র সরকার ও মোঃ নাহিদ হাসান। ১৪তম ব্যাচ থেকে আবদুল্লাহ আল নাঈম ও রাহুল দেব পাল । 

অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষকমণ্ডলী। এর মধ্যে ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ, যাঁর দিকনির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম, অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম, এবং সহযোগী অধ্যাপক ড. মোঃ আতাউল গনি, যারা তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে নবগঠিত সংগঠনের গুরুত্ব তুলে ধরেছেন।

অনুষ্ঠানে বিশেষ ভূমিকা পালন করেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমানে সহকারী অধ্যাপক ড. মেঘলা সাহা পিংকি, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩য় ব্যাচের একজন গর্বিত সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও সহকারী প্রোক্টর ড. মোহাম্মদ আলী, যাঁর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব যোগ করেছে।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট ২০২৪, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হয় আহ্বায়ক কমিটি। এই কমিটির নেতৃত্বে ছিলেন আহ্বায়ক আমেনা কিবরিয়া মিশু (১ম ব্যাচ) এবং সদস্য সচিব মোঃ মাহফুজুর রহমান (৯ম ব্যাচ)। তাঁদের নেতৃত্বে সংগঠনের কাঠামো নির্ধারণ, কার্যক্রম পরিকল্পনা এবং নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়। তাঁদের দায়িত্বশীল ভূমিকার ফলে প্রাক্তন শিক্ষার্থীদের বহুদিনের স্বপ্ন পূরণে এবং সংগঠনের ভিত্তি সুসংহত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হয়েছে। নির্বাচন সফলভাবে সম্পন্ন করার পর তাঁরা নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন, যা সংগঠনকে একটি সুষ্ঠু ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিতে সাহায্য করবে। তাঁদের এই উদ্যোগ সংগঠনের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

কমেন্ট বক্স
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা

নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা