রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মারা গেছেন খ্যাতনামা নির্মাতা শাহ আলম মণ্ডল। তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন নির্মাতার পরিবারের সদস্যরা।
চিত্রনায়িকা পরীমণি, যিনি শাহ আলম মণ্ডলের পরিচালনায় চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন, আবেগঘন এক পোস্ট দিয়েছেন তাঁর ফেসবুক পেজে। পরীমণি লিখেছেন, "ওস্তাদ আপনিও চলে গেলেন!" তিনি তাঁর নানার কথা উল্লেখ করে বলেন, "আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনি ও …. মাফ করে দিয়েন ওস্তাদ, আমাদের শেষ দেখা হলোই না।"
শাহ আলম মণ্ডলের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ভালোবাসা সীমাহীন’, যা দিয়ে পরীমণি চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন।
পরিবারিক সূত্রে জানা যায়, নির্মাতা শাহ আলম মণ্ডলের শারীরিক অবস্থা খুবই সংকটজনক ছিল, বিশেষ করে তাঁর লিভার ফাংশন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তা সিরিয়াস পর্যায়ে পৌঁছে যায়।
এদিকে, পরীমণির জন্য ২৩ নভেম্বর একটি শোকাবহ দিন ছিল, কারণ এই দিনে তিনি তাঁর নানা, শামসুল হক গাজীকে হারিয়েছেন।