ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুলশানে বার ড্যান্সারের মরদেহ উদ্ধার শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক কিছুদিন দেরি করে হলেও সুষ্ঠু নির্বাচন আমাদের প্রায়োরিটি: আসিফ মাহমুদ বিয়ে করলেই ১৬ লাখ টাকা উপহার, সন্তান হলে মিলবে ৩২ লাখ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের দায়িত্ব : স্বাস্থ্য উপদেষ্টা সিরিয়া থেকে ছাগল চুরি করল ইসরায়েলি সেনারা কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস ঝাড়খণ্ডে বাংলাদেশি সন্দেহে শ্রমিক হত্যা, বিক্ষোভ মুর্শিদাবাদে বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল! ২৬৮ আসনে এককভাবে লড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লায় গুলি করে দুজনকে হত্যা প্রেমিকার জন্মদিনে ২৬ কিলোমিটার দৌড়ালেন প্রেমিক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে পলাতক প্রধান শিক্ষক, মাদরাসায় আগুন ভাইরাল শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট চুরির দায়ে পুকুরে ২০ ডুব চোরের, শাস্তির পর মানবিকতাও দেখাল বরিশালবাসী হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো মঈনুল রোডের সেই বাড়িটিই খালেদা জিয়ার শেষ স্থায়ী ঠিকানা আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ উচ্ছ্বাস নিয়ে জীবনের প্রথমবার স্কুলে জুনায়েদ, বাড়ি ফিরলো নিথর দেহে

ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০১:০৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০১:০৩:১৭ অপরাহ্ন
ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর

উত্তপ্ত রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। এরইমধ্যে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ দুই কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সড়কে অবস্থান নিয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালান শিক্ষার্থীরা।

এর আগে সকাল থেকেই সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। বেলা ১০টার দিকে লাঠিসোটা হাতে তারা কবি নজরুল সরকারি কলেজের দিকে রওনা দেন। পরিকল্পনা ছিল, সেখান থেকে একত্রিত হয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাওয়ার।

তবে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ সবাইকে শান্ত থেকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানান। এর ফলে কিছু শিক্ষার্থী শান্ত থাকলেও বাকিরা ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে রওনা হন।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কলেজ দুটির শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিলেন, ভাঙচুরের প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল করবেন। একই সঙ্গে কলেজে ভাঙচুরের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, সোমবার দুপুরে উত্তেজনার সূত্রপাত ঘটে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল থেকে। চিকিৎসকের গাফিলতিতে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর অভিযোগে শিক্ষার্থীরা হাসপাতাল ঘেরাও ও ভাঙচুর চালান। এরপর ঘটনাস্থল থেকে তারা সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজে চলে যান।

সংঘর্ষ চলাকালীন ওই দুই কলেজেও পরীক্ষা চলছিল। ভাঙচুরের সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পরীক্ষার্থীরা এলোপাতাড়ি ছুটোছুটি করেন।

ঘটনাস্থলে পুলিশ থাকলেও শিক্ষার্থীদের অভিযোগ, তারা সংঘর্ষ ঠেকাতে কার্যকর কোনো ভূমিকা নেয়নি। পুলিশের লালবাগ জোনের এক কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে অবগত ছিলেন না।

তবে পুরো পরিস্থিতি নিয়ে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশাবাদ শিক্ষার্থীদের।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল

দরকারি কথা হামেশাই ভুলে যাচ্ছেন? সমস্যা থেকে মুক্তির ৫ কৌশল