ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ইসরায়েল ফজলুর রহমান বাবুর সঙ্গে অভিনয়ে যুক্ত হলেন সাবরিনা রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলবে, হাইকোর্টের আদেশে চেম্বারে স্থিতাবস্থা উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রক্ষণশীলদের হারিয়ে আবার ক্ষমতায় বামপন্থীরা ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের আদেশ স্থগিত চেয়ে করা আবেদন আজ শুনানিতে উঠছে মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড করে দেব : ডিএমপি কমিশনার ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ভাঙচুর মধ্যরাতে রাজধানীতে আজব ঘটনা! ৫ লাখ টাকার প্রলোভনে ঢাকামুখী লাখো মানুষ ওয়ালটনের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর সিটি ব্যাংকের ম্যারাডোনাকে হারানোর ৪ বছর আজ ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন ব্যবসা করতে দখল রাজধানীর বেশিরভাগ ফুটপাত, মানুষ হাঁটবে কোথায়? শপথগ্রহণ করে সুষ্ঠু নির্বাচন নিয়ে যা বললেন সিইসি সেদিন শাহরুখ, সালমানের গাড়িতে ঝাঁপ দিয়েছিলেন হৃতিক ‘ভিক্ষা করব না’ মুচলেকা দিয়ে ওমরাহতে যেতে হবে পাকিস্তানিদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২-কে ‘লাল কার্ড’ আন্দোলনকারীদের সংযুক্ত আরব আমিরাতে নিখোঁজ হয়েছেন ইসরায়েলের এক নাগরিক নির্বাচন ব্যবস্থায় ‘না’ ভোট রাখাসহ তিনটি প্রস্তাব দিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন শপথ নিলেন সিইসি ও ৪ কমিশনার

‘রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন’

  • আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০২:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০২:১৩:১৮ অপরাহ্ন
‘রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দলেরও সংস্কার প্রয়োজন’
শুধু রাষ্ট্র ও দেশের সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে মাহিদুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন আয়োজক কমিটি।

সেলিমা রহমান বলেন, “৫ আগস্টে স্বৈরশাসকের পতন হলেও তার দোসররা এখনো রয়ে গেছে। যে লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্ররা আন্দোলন করেছে, বিএনপি ১৭ বছর ধরে কষ্ট করেছে, সে লক্ষ্য এখনো বাস্তবায়ন হয়নি।” তিনি অভিযোগ করেন যে, সাধারণ মানুষকে ব্যবহার করে আওয়ামী লীগ দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। এর সমাধান একটাই, “একটি পরিপূর্ণ রাজনৈতিক দলের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠিত হলে দেশের প্রতিটা সেক্টরে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, “পার্শ্ববর্তী দেশ সবসময় চেষ্টা করছে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করতে। তার জন্যই তারা চাইত আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা সে পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।” তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নির্দেশনায় বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে থেকেছে। তিনি বলেন, “আমরা একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চাই, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।”

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, “কেউ হয়তো ভাবতে পারেনি যে শেখ হাসিনার পতন হবে, কিন্তু আল্লাহ চাইলে যখন যা ইচ্ছা তাই করতে পারেন। এখন সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানোর, তাদের জন্য কাজ করার।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন

যাত্রাবাড়ী-ডেমরায় বিজিবি মোতায়েন