ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশে চেম্বার আদালত এক মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন। এর ফলে আপাতত রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে কোনো বাধা নেই।
সোমবার (২৫ নভেম্বর) সকালে এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। দুপুরের শুনানি শেষে আদালত হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা প্রদান করেন।
এটি ঘটে ১৯ নভেম্বর, যখন হাইকোর্ট ঢাকা মহানগরীতে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই আদেশে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, আইজিপি, ঢাকার পুলিশ কমিশনার ও দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বাস্তবায়ন করতে বলা হয়।
ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলন এবং প্যাডেল চালিত রিকশা মালিকদের করা রিটের পরিপ্রেক্ষিতে এই আদেশ এসেছে।