ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অস্ত্র ব্যবহারের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার মনোনীত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টস। সোমবার (২৫ নভেম্বর) স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রোববার স্থানীয় সময় ফক্স নিউজ সানডে অনুষ্ঠানে মাইকেল ওয়াল্টস মন্তব্য করেন যে, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে ল্যান্ড মাইন ব্যবহারের অনুমতি দেওয়ায় পূর্ব ইউক্রেনের যুদ্ধ এখন প্রথম বিশ্বযুদ্ধের ট্রেঞ্চ যুদ্ধের রূপ ধারণ করেছে।
ওয়াল্টস মনে করেন, এই দীর্ঘমেয়াদি সংঘাত নিরসনে একটি কাঠামোগত সিদ্ধান্ত প্রয়োজন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি জানিয়েছেন, ইউক্রেনের যুদ্ধের কৌশলগত অবস্থার পরিবর্তনের কারণে দেশটিকে অ্যান্টি-পারসোনেল মাইন সরবরাহ করা হচ্ছে। তিনি ব্যাখ্যা করেন, রাশিয়ার পদাতিক বাহিনী এখন যুদ্ধের অগ্রভাগে কাজ করছে, যা সাঁজোয়া বাহিনীর পরিবর্তে নতুন ধরনের অস্ত্র প্রয়োগের প্রয়োজন সৃষ্টি করেছে।
আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তার মনোনীত উপদেষ্টা ওয়াল্টস বলেন, "মূল প্রশ্ন হলো, কীভাবে আমরা শান্তি প্রতিষ্ঠা করব এবং আগ্রাসন প্রতিহত করার জন্য প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করব।"
তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্তি প্রয়োজন। এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ওয়াল্টস।
Mytv Online