শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার। পাশাপাশি সংঘাতের পেছনে কোনো ধরনের উসকানি থাকলে তা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছে।
রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ কথা জানান। সোমবার (২৫ নভেম্বর) সংবাদ সংস্থা বাসস এ খবর প্রকাশ করে।
শফিকুল আলম বলেন, "সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা সরকারের নজরে রয়েছে। আমরা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানাই এবং সংঘর্ষে জড়িত না হতে অনুরোধ করছি।"
তিনি আরও বলেন, "এই সংঘাতের পেছনে কোনো উসকানি আছে কিনা, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। দেশের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্য কোনো অঙ্গনে অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।"
প্রসঙ্গত, সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে রোববার রাতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।
Mytv Online