পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না দেওয়া হয়, সেই লক্ষ্যেই আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, "পালাতক মাফিয়াদের মোকাবিলায় একদিকে তাদের আদালতে হাজির করা, অন্যদিকে জনগণের রাজনৈতিক বিচারের মুখোমুখি করা জরুরি। এই সমন্বয় ঘটাতে পারলে গণবিরোধী বিতাড়িত শক্তি রাজনীতিতে ফিরে আসতে পারবে না।"
তিনি আরও বলেন, "জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে খুনি ও গণহত্যাকারীদের রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দিতে পারবে। এজন্য সংস্কার কার্যক্রমের পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা রয়েছে।"
সংস্কার ও নির্বাচনের অগ্রাধিকারের প্রশ্নে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টার সমালোচনা করে তারেক রহমান বলেন, "সংস্কার একটি চলমান প্রক্রিয়া। গণতান্ত্রিক সংস্কৃতির উন্নয়ন ছাড়া কোনো সংস্কার কার্যকর হবে না।"
সভায় বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সাংবাদিক নেতারা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজসহ আরও অনেকে।
Mytv Online