চট্টগ্রামের হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সম্প্রতি আবারও আলোচিত হয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (২৫ নভেম্বর) তাকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়, যা আবারও বিতর্কের জন্ম দেয়। তার গ্রেপ্তারে সনাতনীদের বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে, তবে ইসকন বাংলাদেশ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
ইসকন বাংলাদেশে শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাস সহ কয়েকজনকে গত জুলাই মাসে বহিষ্কার করা হয়। চট্টগ্রামের প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসও এই তালিকায় আছেন। ইসকন বাংলাদেশ তাদের বিরুদ্ধে কোনো বেআইনি কাজের সঙ্গে জড়িত হওয়ার অভিযোগ অস্বীকার করেছে।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও ইসকন থেকে বহিষ্কারের ঘটনা সনাতনী সম্প্রদায়ের মধ্যে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।