গত এক সপ্তাহে আবু ধাবি টি-টেন লিগে দুইটি এমন ঘটনা ঘটেছে, যা ক্রিকেট বিশ্বকে হতবাক করেছে। ২২ নভেম্বর একটি ম্যাচে মোহাম্মদ বিলাল নামক পেসার অস্বাভাবিকভাবে নো বল করেন, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল। তবে এর পরের দিন, ২৫ নভেম্বর, লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা এমন এক ঘটনা ঘটিয়েছেন, যা দেখে অনেকেই ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছেন।
এদিন আবু ধাবি টি-টেন লিগে দিল্লি বুলস ও বাংলা টাইগার্সের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে শানাকা নবম ওভারে বোলিং করতে আসেন এবং তার ওভারে ৩৩ রান দেন। প্রথম বলে নিখিল চৌধুরী চার মারেন, এরপর পরপর দুটি নো বল করেন শানাকা, যেগুলোর মধ্যে প্রতিটি বলেই চার মারেন ব্যাটসম্যান। পরের দুটি বল বৈধ হওয়ার পর আবারও পরপর দুইটি নো বল করেন তিনি।
এই ওভারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে, এমনকি অনেকেই এটি ফিক্সিংয়ের অংশ হিসেবেও সন্দেহ প্রকাশ করেছেন। তবে, এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ম্যাচে দিল্লি বুলস প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে। বাংলা টাইগার্স দুই বল হাতে রেখেই জয় তুলে নেয়। সাকিব আল হাসান বল হাতে কোনো উইকেট না পেলেও, তার দলের জন্য এটি ছিল প্রথম জয়।