মিশরের লোহিত সাগরে ৪৪ জন যাত্রী নিয়ে একটি পর্যটকবাহী প্রমোদতরী ডুবে যাওয়ার ঘটনায় ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে ১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, জার্মানি, চীন, এবং পোল্যান্ডের নাগরিকরা ছিল, তাদের মধ্যে কিছু বিদেশি নাগরিকও নিখোঁজ বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ব্রিটেনের ২ জন, মিসরের ৪ জন, ফিনল্যান্ডের ১ জন এবং পোল্যান্ডের ২ জন নাগরিক রয়েছে।
এই বিলাসবহুল প্রমোদতরী, "সি স্টোরি", ৫ দিনের সফরের জন্য ২৫ নভেম্বর মিশরের মারসা আলম বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। ১৩ জন ক্রু সদস্য এবং ৩১ জন পর্যটক নিয়ে রওনা দেয়া জাহাজটি সোমবার ভোর ৫টায় বিপদ সংকেত পাঠায়।
মিশরের আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল যে লোহিত সাগরে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতির বাতাস এবং ১০ থেকে ১৩ ফুট উঁচু ঢেউ থাকতে পারে। উদ্ধার হওয়া যাত্রীরা জানান, একটি বড় ঢেউয়ের ধাক্কায় জাহাজটি উল্টে যায়, তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।