ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মোহাম্মদপুর শহীদ পার্কের খেলার মাঠ দখল নিয়ে একটি ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, এই মাঠটি সবার জন্য উন্মুক্ত থাকার কথা, তবে ক্লাব কর্তৃপক্ষ খেলার জন্য এখানে ভাড়া আদায় করছে, যা অবৈধ বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে ডিএনসিসি কোনো পদক্ষেপ নিচ্ছে না। ক্লাব সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে, মাঠে শিডিউল অনুযায়ী খেলা চলে, তবে কোনো ভাড়া নেওয়া হয় না।
মাঠটি বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের খেলার জন্য ব্যবহৃত হয়, এবং সেখানে শিশুদের জন্য মিনি পার্কও রয়েছে। এছাড়া, বয়স্করা শরীরচর্চার জন্য মাঠটি ব্যবহার করে থাকেন। কিন্তু যখন কোনো করপোরেট প্রতিষ্ঠান বা স্কুল-কলেজের খেলা আয়োজন করা হয়, তখন মাঠের পুরো ব্যবহার নিশ্চিত করতে সিটি করপোরেশনের অনুমতির জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আর্থিক লেনদেনও করা হয় বলে অভিযোগ উঠেছে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম জানান, সিটি করপোরেশনের কোনো মাঠে ক্লাব বা একাডেমি পরিচালনার অনুমতি নেই এবং এসব মাঠ সবার জন্য উন্মুক্ত। তবে, কিছু অভিযোগ রয়েছে যে, মাঠে সন্ধ্যায় মাদকের আখড়া বসে, যা একটি নতুন সমস্যা হিসেবে উঠেছে।