ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহিদ ডা. মিলন দিবস আজ ট্রাম্পের শপথের আগেই বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার আহ্বান আইনজীবী সাইফুলের জানাজা কখন, জানালেন সারজিস বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করল ইমরান খানের দল অযৌক্তিক দাবি করা ব্যক্তি–প্রতিষ্ঠানকে প্রতিহতের মনোবল ধারণ করতে হবে: সারজিস আলম চিন্ময়ের অনুসারীদের হামলায় চট্টগ্রামে আইনজীবী নিহত ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন উত্তর প্রদেশের সম্ভলে কেন রক্তক্ষয়ী সংঘাত চার বছর আগে বন্ধ হওয়া গার্মেন্টস শ্রমিকদের মহাসড়কে বিক্ষোভ বিশ্বের প্রতিটা বিপ্লবের পর আইনশৃঙ্খলার এরকম অবনতি হয়েছে: তথ্য উপদেষ্টা ‘বাণিজ্য যুদ্ধে’ কেউ জিতবে না, ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীন ট্রাকের ধাক্কায় অটোরিকশা চুরমার, যুবক নিহত দেশের পর বিদেশের রেকর্ডও হারালেন সাকিব ডিএনসিসির নাম ভাঙিয়ে মাঠ দখল! স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করছে ইলন মাস্কের স্টারলিংক ছাত্রদের ওপর লিথাল উইপন ব্যবহার করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা লোহিত সাগরে পর্যটকবাহী জাহাজডুবি, নিখোঁজ ১৬ নয়া বাংলাদেশে চিন্তা-চেতনায়ও আনতে হবে নতুনত্ব: উপদেষ্টা হাসান আরিফ

চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

  • আপলোড সময় : ২৬-১১-২০২৪ ০৫:১৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০৫:১৭:২৭ অপরাহ্ন
চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তার গ্রেফতারের পর বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীগুলো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে। পাশাপাশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালানোর অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে গেছে। অন্যদিকে একজন ধর্মীয় নেতা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল (২৫ নভেম্বর) বিকেলে তাকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে গত ৩১ অক্টোবর বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ খান বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশের একটি গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনও সেখানে রয়েছে। পরে ২৫ অক্টোবর লালদীঘির মাঠে সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশে অংশ নেওয়া কিছু ব্যক্তির ইন্ধনে সেই জায়গায় বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহিদ ডা. মিলন দিবস আজ

শহিদ ডা. মিলন দিবস আজ