লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আজ বুধবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ইসরায়েল ৬০ দিনের মধ্যে সেনা প্রত্যাহার করবে বলে জানানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুরু করে হিজবুল্লাহ। এক বছরের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে লেবাননে ৩,৮২৩ জন এবং ইসরায়েলে ১২৯ জন নিহত হয়েছেন।
গতকাল বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির ঘোষণা দেন। ইসরায়েল এই চুক্তির মাধ্যমে গাজায় হামাস ও ইরানের দিকে মনোযোগ দিতে পারবে বলে আশা প্রকাশ করেছে।
যুদ্ধবিরতির আগে ইসরায়েল লেবাননের রাজধানীতে হামলা চালায়, আর হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে আঘাত হানে।
লড়াইয়ে হিজবুল্লাহ দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। গত সেপ্টেম্বরে তাদের নেতা হাসান নাসরুল্লাহসহ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হন।