ঢাকা , বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে ‘জাতীয় হিরো’ আল আহমেদ

ক্ষমতার পালাবদলের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে দ্বিগুণ

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ১২:০৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ১২:০৯:০৩ অপরাহ্ন
ক্ষমতার পালাবদলের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বেড়ে দ্বিগুণ

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর, যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, আগস্ট মাসে প্রবাসী আয় প্রেরণকারী দেশগুলোর মধ্যে শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তবে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্সের প্রবাহ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আগের তুলনায় অনেক বেড়ে গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় এসেছে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার, যা জুলাই মাসের ২৪ কোটি ডলারের তুলনায় দ্বিগুণেরও বেশি। আগস্ট মাসে যুক্তরাষ্ট্র থেকে এসেছিল ২৯ কোটি ডলার, যা জুলাইয়ের তুলনায় ৫ কোটি ডলার বেশি ছিল। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৩৯ কোটি ডলার, যা আগস্টের তুলনায় ১০ কোটি ডলার বা ৩৪ শতাংশ বেশি। অক্টোবরে এসে এটি ৫০ কোটি ডলারে পৌঁছেছে, যা সেপ্টেম্বরের তুলনায় ১১ কোটি ডলার বা ২৮ শতাংশ বেশি।

এছাড়া, রাজনৈতিক পরিবেশে পরিবর্তনের পর প্রবাসী আয় বাড়তে শুরু করেছে। ২০২৩ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন পর গণ-আন্দোলনে রূপ নিলে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, এবং রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রবাসী আয়ও বাড়তে থাকে।

অপরদিকে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে প্রবাসী আয় আসা গত কয়েক মাসে বেশ স্থিতিশীল ছিল। ইউএই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৩৩, ৩৪, ৩৬ ও ৩৩ কোটি ডলার, যা মোটামুটি একই পরিমাণ ছিল। ফলে ইউএই প্রবাসী আয় প্রেরণের দিক থেকে দ্বিতীয় স্থানে চলে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে দেশে মোট প্রবাসী আয় এসেছে প্রায় ২৪০ কোটি ডলার। এর মধ্যে ২১ শতাংশ বা ৫০ কোটি ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে, আর প্রায় ১৪ শতাংশ এসেছে ইউএই থেকে। এই দুটি দেশ থেকে আসা প্রবাসী আয় মোট প্রবাসী আয়ের প্রায় এক-তৃতীয়াংশ, যা ৮৩ কোটি ডলার।

অতএব, যুক্তরাষ্ট্রের প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে, বিশেষ করে রাজনৈতিক পরিবেশের পরিবর্তনের পর এটি আরও শক্তিশালী হয়েছে।


কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন