ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বারিধারায় অবস্থিত দূতাবাসের উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।দূতাবাসে আসা-যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ডিএমপি কমিশনার বরাবর চিঠি দেওয়া হয়েছে।
আমেরিকার ভিসা সংক্রান্ত ব্যাপারে খালেদা জিয়া ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাসে যাচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
Mytv Online