ঢাকা , সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান চ্যান্সেলর, বড় অঙ্কের সহায়তা ঘোষণা রক্ত আর চোখের পানি আল্লাহ কবুল করেছেন: জামায়াতের আমির বাংলাদেশ নিয়ে মমতার মন্তব্য, জবাবে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া আর নেই চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল দেশ: দেবপ্রিয় ভট্টাচার্য শত বছরের ঈদগাহ মাঠ দখল করে মৎস্য খামার, এলাকাবাসীর বিক্ষোভ ওয়ানডে সিরিজেও নেই শান্ত-হৃদয়, মিরাজের নেতৃত্বে ফিরলেন আফিফ আসলেই কি ঢাকার রাস্তায় জুমার নামাজ আদায় করেছেন আতিফ? ৩য় টার্মিনালের ব্যবস্থাপনা ও সেবা নিয়ে আশঙ্কা প্রকাশ সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন ড. ইউনূস এখনও অমিতাভের খোঁজ রাখেন রেখা ‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন’  শর্ত সাপেক্ষে কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সৌদি সরকার আজমির শরিফের জায়গায় মন্দির ছিল দাবি করে মামলা কমলো বিসিএসে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে : ইসি পদ্মায় ধরা পড়ল ৪৪ কেজির বাঘাইড়, বিক্রি ৪৮ হাজারে র‍্যাবের সাবেক দুই কর্মকর্তাকে হাজির করা হলো ট্রাইব্যুনালে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে মোদির হস্তক্ষেপ চাইলেন মমতা

রেকর্ড জয়ে সিরিজ শুরু নিগারদের

  • আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৫:২০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৫:২০:৩৭ অপরাহ্ন
রেকর্ড জয়ে সিরিজ শুরু নিগারদের
মঞ্চটা গড়ে দিয়েছেন ব্যাটাররা। শারমিন আক্তারের ৯৬ ও ফারজানা হকের ৬১ রানের সৌজন্যে বাংলাদেশ নারী দল ৪ উইকেটে রেকর্ড ২৫২ রান করে। জবাবে আয়ারল্যান্ড নারী দল অলআউট হয়েছে মাত্র ৯৮ রানে। বোলারদের সৌজন্যে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানার দল। রানের ব্যবধানে এটি বাংলাদেশ নারী দলের সবচেয়ে বড় জয়। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বড় রানের পেছনে ছুটতে গিয়ে শুরুতেই হোঁচট খায় আইরিশ মেয়েরা। পেসার মারুফা আক্তার প্রথম স্পেলেই আয়ারল্যান্ডের ১০ রানের মধ্যে ২ উইকেট তুলে নিলে বিপদে পড়ে দলটি। এর মধ্যেও ভালো খেলছিলেন আইরিশ ওপেনার সারা ফোর্বস। ওরলা প্রেন্ডারগাস্টকে নিয়ে আইরিশদের বিপদ মুক্ত করার চেষ্টা করছিলেন তিনি।

কিন্তু ইনিংসের ১৩তম ওভারে নাহিদা আক্তারের বলে থামে ১৯ রান করা ওরলার ইনিংস। ১৮তম ওভারে বড় ধাক্কা খায় দলটি। ৫১ বলে আইরিশ ইনিংসের সর্বোচ্চ ২৫ রান করে রান আউট হন সারা। শুধু সারা নন, ২০তম ওভারে রান আউট হন লিয়া পল। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। ৩৭ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারিয়ে ২৮.৫ ওভারে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সুলতানা ও নাহিদা। ২ উইকেট মারুফার।

এর আগে বাংলাদেশ ইনিংসের মধ্যমণি ছিলেন ১৬ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নামা শারমিন। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক ১১২ বলে ৫৯ রান যোগ করেন। দুইবার জীবন পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি মুর্শিদা, ৫ চারে ৬১ বলে ৩৮ রানে থামে তাঁর ইনিংস।

এরপরের গল্পটা পুরোটাই শারমিনের। উদ্বোধনী জুটিতে পেয়ে যাওয়া মঞ্চ কাজে লাগিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন শারমিন। মারকুটে ব্যাটিংয়ে মাত্র ৪১ বলে ফিফটি স্পর্শ করেন। বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ফিফটি। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে এত দিন রেকর্ডটি ছিল রুমানা আহমেদের। ১১০ বলে ৬১ রানের ইনিংস খেলে শারমিনকে সঙ্গ দিয়েছেন ফারজানা। দুজন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১০৫ বলে ১০৪ রান।

শারমিন সেঞ্চুরির সুবাস পেয়েও ৮৯ বলে ১৪টি চারে ৯৬ রানে থামার হতাশা নিয়ে ড্রেসিং রুমে ফিরে যান। শেষের দিকে অধিনায়ক নিগার সুলতানার ২৮ বলে ২৮ রান ও স্বর্ণা আক্তারের ৯ বলে ১৩ রানের ছোট্ট ক্যামিও বাংলাদেশের রানটাকে আড়াই শ’র ওপারে নিয়ে যায়। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২৫২ রান তুলেছে বাংলাদেশ, যা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। আগের সর্বোচ্চ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। ওই একই ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে পাওয়া ১১৯ রান ছিল এত দিন সর্বোচ্চ ব্যবধানের জয়। যা এবার মিরপুরে পেরিয়ে গেলেন নিগাররা।

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৪ (শারমিন ৯৬, ফারজানা ৬১, মুরশিদা ৩৮, নিগার ২৮; সারগেন্ট ২/৫১)।

আয়ারল্যান্ড: ২৮.৫ ওভারে ৯৮ (ফোর্বস ২৫, ডিলানি ২২; সুলতানা ৩/২৩, মারুফা ২/১৮, নাহিদা ২/২৩)।

ফল: বাংলাদেশ ১৫৪ রানে জয়ী।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান চ্যান্সেলর, বড় অঙ্কের সহায়তা ঘোষণা

আকস্মিক সফরে ইউক্রেনে জার্মান চ্যান্সেলর, বড় অঙ্কের সহায়তা ঘোষণা