ঢাকা , শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মদের দোকানে তাণ্ডব চালিয়ে মাতাল হয়ে বাথরুমে পড়ে রইল র‍্যাকুন ঋণের চাপে রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস বেচে দিচ্ছে পাকিস্তান সৌদিতে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে কাল, আলো ছড়াবেন জোলি-ঐশ্বরিয়ারা এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প

শীতে ঘর উষ্ণ রাখতে যেমন হবে অন্দরসজ্জা

  • আপলোড সময় : ২৮-১১-২০২৪ ১০:৪৪:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৪ ১০:৪৪:১৭ পূর্বাহ্ন
শীতে ঘর উষ্ণ রাখতে যেমন হবে অন্দরসজ্জা
শীতের চাদরে ঢাকা পড়ছে প্রকৃতি। শীতকালে বাইরের আবহাওয়ার থেকে ঘরে অনুভূত হয় জমাট ঠান্ডা। আর ঘরের ঠান্ডা কমাতে কিছুটা বাড়তি পদক্ষেপের প্রয়োজন পড়ে। বাজারে বর্তমানে বেশ কম দামেই হিটার পাওয়া যায়। তাই যে কেউ ঘর গরম রাখতে রুম হিটার ব্যবহার করতে পারেন। হিটার ব্যবহারে কিছুটা বাড়তি খরচ হলেও তা শতভাগ আরাম দেয়। এছাড়াও কিছু উপায় অবলম্বন করা যায় যা রুম হিটার ছাড়াই ঘর গরম রাখতে ভূমিকা রাখে। এবার রুম হিটার ছাড়াই ঘর কিভাবে উষ্ণ রাখা যায় তার কিছু সহজ কৌশল চলুন জেনে নেই-

সূর্যের আলো ঢোকার ব্যবস্থা

যখন রোদ উঠে তখন জানালার খুলে দিন। যাতে করে সেই রোদের তাপটা ঘরে প্রবেশ করে।  আর যদি সম্ভব হয় জানালার পাশে একটা আয়না রাখুন। কারণ আয়নায় লাগা প্রতিফলিত তাপ ঘরকে বেশ উষ্ণ রাখবে।

পর্দার ব্যবহার

শীতে ঘরে ভারী, জমকালো ও উজ্জ্বল রঙের পর্দা ব্যবহার করুন। যা ঘরের উষ্ণতা বজায় রাখবে। তাই শীতকালে পর্দায় পরিবর্তন আনুন যা ঘরকে নতুন করে সৌন্দর্যের পাশাপাশি উষ্ণতা দেবে। 

ঘরে আলোর ব্যবস্থা

শীতকালে ঘরের উষ্ণতা বজায় রাখার জন্য ঝাড়বাতি, ল্যাম্প, হলুদ বাল্ব, কিংবা ছোট ছোট স্টারলাইট ঘরে লাগান। এ ধরনের লাইটগুলো ঘরকে বেশ উষ্ণ রাখে।

কার্পেটের ব্যবহার

ঘরের মেঝেতে উজ্জ্বল রঙের কার্পেট বিছান। কারো শীতকালে ঘরের মেঝে মাত্রাতিরিক্ত ঠাণ্ডা থাকে। আরে ঠাণ্ডা এড়াতে ঘরে লম্বা এবং বড় সাইজের কার্পেট বিছানো যায়। 

ঢেকে রাখুন দেয়াল

শীতকালে দেয়াল  তাপ ধরে রাখতে পারেনা এবং খুব দ্রুত ঠাণ্ডা হয়ে যায়।  তাই আমরা চাইলে দেয়ালের  শতরঞ্জি কিংবা কার্পেট লাগাতে পারে। আর না হয় কাঠের ফ্রেমে বাঁধানো কোন ছবি কিংবা কোন বড় সাইজের আয়না ঝুলিয়ে দিন । যা বাতাস প্রবেশ আটকাবে। 

মোমবাতি রাখুন

ঘরের উষ্ণ আমেজ পেতে একটি  মোমবাতি জ্বালিয়ে দিন। আর এখন অনেক সুগন্ধযুক্ত মোমবাতি কিনতে পাওয়া যায় এতে করে ঘরের উষ্ণতার সাথে ঘরের স্নিগ্ধতাও বজায় থাকে। তাই শীতের উষ্ণতা একটি মোমবাতি জ্বালিয়ে দিন। 

বিছানায় বাড়তি উষ্ণতা

শীতকালে বিছানা হয়ে থাকে বেশ ঠাণ্ডা। তাই বিছানায় উজ্জ্বল রঙের  (যেমন লাল নীল হলুদ সবুজ) ভারী চাদর এবং অতিরিক্ত কয়েকটি বালিশ/ কুশন রাখুন। এতে করে বিছানায় অন্তরঙ্গতা বাড়বে ও তাপমাত্রা বেশি উষ্ণ থাকবে। এছাড়াও আর একটু বাড়তি উষ্ণতা চাইলে বিছানার সাইডে কনট্রাস্ট করে একটা শ্রাগ রাখা যায়। যা বাড়তি উষ্ণতার সাথে বাড়তি সৌন্দর্য দিবে। 

ফুটন্ত পানির পাত্র

ঘরের একটি নির্দিষ্ট স্থানে ফুটন্ত পানির পাত্র রেখে দিন। যা ঘরকে গরম ভাব দিবে। কাল রাতে শোবার আগে রাখলে বেশ আরাম পাওয়া যাবে।  তবে এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। 

অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার

অ্যালুমিনিয়াম ফয়েল হল তাপ রক্ষার পরিবাহক। অ্যালুমিনিয়াম ফায়েল শীতের উষ্ণতায় অন্যতম কার্যকরী ভূমিকা পালন করে। শীতকালে রান্নাঘরে চুলার আশেপাশে ফয়েল পেপার  লাগিয়ে দিন। ওয়ালপেপার ঘরের তাপ বৃদ্ধিতে সাহায্য করে এবং ঘরকে উষ্ণ রাখে।

কমেন্ট বক্স