ইরানে চালানো ইসরায়েলি হামলাগুলো সফলভাবে প্রতিহত করার দাবি করেছে ইরান। শনিবার (২৬ অক্টোবর) ইরানের আকাশ প্রতিরক্ষা বিভাগ জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তেহরানের দাবি অনুযায়ী, এ হামলায় দু-একটি স্থানে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানী তেহরান ছাড়াও খুজেস্তান ও ইলাম প্রদেশে সামরিক স্থাপনাগুলোতে হামলা প্রতিহত করার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইরান।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেলআবিবের ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কক্ষ থেকে ইরানে চালানো সামরিক অভিযানের তদারকি করেন। আইডিএফের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কমান্ড সেন্টারে নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এবং সেনাপ্রধানসহ সরকারের শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে হামলার খুঁটিনাটি পর্যবেক্ষণ এবং সেনাদের নির্দেশনা দেওয়া হয়।
আইডিএফ দাবি করেছে, তারা ইরানে সীমিত পরিসরে অভিযান চালিয়েছে। উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। চলতি মাসের শুরুর দিকে ইরান ইসরায়েলে প্রায় ২০০টি মিসাইল নিক্ষেপ করেছিল। পাশাপাশি ইহুদি ভূখণ্ড লক্ষ্য করে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের পর হিজবুল্লাহ ও হুতিসহ বিভিন্ন ইরান-সমর্থিত গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে এবং তেলআবিব পাল্টা প্রতিক্রিয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে।