বহিষ্কৃত চিন্ময়ের দায় নেবে না ইসকন
লেবাননে লক্ষ্য পূরণের দাবি করলেও ইসরায়েল প্রকৃতপক্ষে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান ফাদালাল্লাহ।
বুধবার (২৭ নভেম্বর) লেবাননের বিন্ত জবিল সফরে এ কথা বলেন তিনি।
রয়টার্স জানিয়েছে, ফাদালাল্লাহ বলেন, “ইসরায়েলের পরিকল্পনা ছিল লেবাননের অবকাঠামো ধ্বংস করা এবং দক্ষিণাঞ্চল দখল করে নতুন মধ্যপ্রাচ্য গঠন করা। তবে তেলআবিব এতে ব্যর্থ হয়েছে। লেবাননের প্রতিরোধ শক্তি প্রতিটি ঘরে-ঘরে অবস্থান করছে এবং শত্রুপক্ষকে মোকাবেলায় সবসময় প্রস্তুত রয়েছে।”
এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় সংকল্পের কথা জানান।
উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান এক বছরের সংঘর্ষের পর গত বুধবার এক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় সম্পন্ন হয়, যা মধ্যপ্রাচ্যের একটি বিরল কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।