অনেক দিন ধরে অভিনয় থেকে দূরে আছেন হিন্দি সিনেমার অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তিনি ঠিক কী করছেন? বলিউডের কারো কাছে এর কোনো সদুত্তর নেই। সোশাল মিডিয়া বলছে কখনও এই নায়িকা বিদেশে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও সহশিল্পীদের সঙ্গে কোনো অনুষ্ঠানে তার দেখা মিলছে। কিন্তু পেশাগত কোনো কাজে নেই তিনি।হিন্দুস্তান টাইমস লিখেছে- এর মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে টাইগার সিনেমার নায়িকা ক্যাটরিনার কণ্ঠে শোনা যাচ্ছে তিনি শিগগিরই ক্যামেরার পেছনে কাজ শুরু করতে চলেছেন। নতুন পেশায় নতুনভাবে দেখা যাবে তাকে। কিছু দিনের মধ্যেই কাজ নিয়ে একটি ঘোষণা দেবেন তিনি।
শুধুই কণ্ঠস্বর নয়, ভিডিওতে স্লাইডে লেখা ‘স্টে টিউন’, সঙ্গে লোগো আর একটি দৃশ্য। ভিডিও ভাইরাল হলে পরীক্ষা করে দেখা গেছে, সেটি আসলে ভুয়া ভিডিও। এআই প্রযুক্তির সহযোগিতায় অভিনেত্রীর কণ্ঠস্বর নকল করে তার অভিনীত সিনেমার দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো বিবৃতি মেলেনি ক্যাটরিনার কাছ থেকে। তবে কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, পরিচালনায় না আসলেও প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে তার।
চলতি বছরের জানুয়ারিতে ক্যাটরিনাকে শেষ দেখা যায় ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়। এরপর পর্দায় তাকে দেখতে পাওয়া যায়নি। আগামী বছরে এই নায়িকাকে ‘জি লে জারা’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় পর্দায় দেখা যাবে বলে অনেক আগে শোনা গিয়েছিল। এসব সিনেমার শুটিং শুরুর খবর এখনো আসেনি।