বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, ফ্যাসিবাদমুক্ত হলো। আমরা মানবাধিকার ফিরে পেলাম। আমরা বাকস্বাধীনতা ফিরে পেলাম। গণমাধ্যমের স্বাধীনতা ফিরে পেলাম। এখন এই দ্বিতীয় স্বাধীনতাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য। আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ।শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে আকস্মিক সময় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো অফিস পরিদর্শনকালে সময় সংবাদকে এসব কথা বলেন।রুমিন বলেন, ‘জনগণের বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে। স্বাধীনভাবে তার মতামত দিতে পারবে এবং গণমাধ্যমগুলো যারা নানা রকম ভয়ে গত ১৫ বছর অনেক সত্য বলতে পারেনি, সেই জায়গাটিতে একটি বিরাট পরিবর্তন আসবে।’
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, যুগ্মসাধারণ সম্পাদক এবিএম মমিনুল হকসহ দলীয় নেতাকর্মীরা।