ঢাকা , বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ , ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুরির দায়ে পুকুরে ২০ ডুব চোরের, শাস্তির পর মানবিকতাও দেখাল বরিশালবাসী হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো মঈনুল রোডের সেই বাড়িটিই খালেদা জিয়ার শেষ স্থায়ী ঠিকানা আন্দোলনে ‘আহতদের খোঁজ মেলেনি’, শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতির সুপারিশ উচ্ছ্বাস নিয়ে জীবনের প্রথমবার স্কুলে জুনায়েদ, বাড়ি ফিরলো নিথর দেহে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ বাউফলে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় নারী গ্রেফতার আইপিএল নিয়ে সিদ্ধান্তের কোনো প্রভাব দেশের ব্যবসা-বাণিজ্যে পড়বে না: বাণিজ্য উপদেষ্টা ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ মুসাব্বিরকে হত্যার কারণ জানালেন ডিএমপির ডিবিপ্রধান স্কুল ব্যাগে মিলল শক্তিশালী বোমা, বিস্ফোরণ ঘটাল বোম্ব ডিসপোজাল ইউনিট বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না হলফনামায় প্রদর্শিত হয়নি এমন সম্পদের মালিককে শাসক হিসেবে চাই না -দুদক চেয়ারম্যান চিন্তা করে ভোট দেবেন, যাতে পরে পস্তাতে না হয়: উপদেষ্টা রিজওয়ানা বেকহ্যামের পরিবারে চরম কলহ, বাবা-মাকে ছেলের আইনি নোটিশ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে ইন্টার্নশিপের দাবিতে শিক্ষার্থীরা অনড় খুলনায় যুবককে গুলি করে হত্যা ২০২৬ সালে কলেজে বেড়েছে ছুটি, তালিকা প্রকাশ মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমতে পারে তাপমাত্রা ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি, ২ হাজার নিহতের শঙ্কা

অদৃশ্য সিন্ডিকেটের জালে বন্দি আকাশপথের টিকিট বাণিজ্য

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:০৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:০৪:৫৯ পূর্বাহ্ন
অদৃশ্য সিন্ডিকেটের জালে বন্দি আকাশপথের টিকিট বাণিজ্য
আকাশপথের টিকিট বাণিজ্যে অদৃশ্য সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। বিদেশগামী ফ্লাইটের টিকিটে অতিরিক্ত ৫ থেকে ২০ হাজার টাকা গুনতে হচ্ছে যাত্রীদের।

যাত্রীরা অভিযোগ করেছেন, বিদেশ থেকে টিকিট কম দামে পাওয়া গেলেও দেশ থেকে সেটি প্রায় দ্বিগুণ দামে কিনতে হয়। উদাহরণস্বরূপ, বিদেশে ৪০ হাজার টাকার টিকিট বাংলাদেশ থেকে কিনতে ৬০ হাজার টাকারও বেশি খরচ হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এজেন্সি সংশ্লিষ্টরা বলছেন, ওমরাহ মৌসুমে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এয়ারলাইন্সের সহায়তায় কিছু প্রভাবশালী ব্যক্তি ও গ্রুপ টিকিট বুকিং করে কালোবাজারি করছেন। এতে কৃত্রিম সংকট তৈরি হওয়ায় সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাত্রার টিকিটের দাম ২০ হাজার টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে।

ট্যুর হাব ট্রাভেলসের সিইও সুলতান আহমেদ বলেছেন, নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত টিকিটের দামে অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। একেকটি টিকিটে এই বাড়তি খরচ ২০ হাজার টাকা পর্যন্ত।

এদিকে, এয়ারলাইন্সগুলো বলছে, ভ্রমণ মৌসুমে যাত্রী চাহিদা বেশি হওয়ায় টিকিটের দাম বেড়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানিয়েছেন, যাত্রী চাহিদা ও চাপ বাড়ায় টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিন্ডিকেট ভাঙতে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মুজিবুল হক বলেছেন, “সিন্ডিকেট চিহ্নিত করতে বিমান মন্ত্রণালয়ের মনিটরিং টিম গঠন এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”

বাংলাদেশ থেকে বিশ্বের ৫২টি রুটে ৩৫টি এয়ারলাইন্স বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে। প্রতি বছর প্রায় ৮৫-৯০ লাখ দেশি ও বিদেশি যাত্রী বহন করে এই এয়ারলাইন্সগুলো। কিন্তু সিন্ডিকেটের প্রভাব এ খাতের স্থিতিশীলতা নষ্ট করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো

হাসপাতালের অপারেশন থিয়েটারে রান্না, তদন্তে যা জানা গেলো