ঢাকা , শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ , ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক-এগারোর ইঙ্গিত-উপদেষ্টা নাহিদ ইসলাম লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ১, আহত ২ ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ চেয়ে আইনি নোটিশ পরীক্ষা না দিয়েও পাস ছাত্রলীগ নেত্রী, তদন্ত কমিটি গঠন বিদ্যুৎ খাতে তিন কোটি ডলার অতিরিক্ত অর্থায়ন করবে বিশ্বব্যাংক নাটোরে মাকে হত্যার দায়ে মেয়ের ১০ বছরের আটকাদেশ যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের পানামা খাল দখল করতে গেলে বিপদে পড়তে পারেন ট্রাম্প নিউইয়র্ক অঙ্গরাজ্যে স্বীকৃতি পেল বাংলা নববর্ষ বিনামূল্যে বিতরণের ১০ হাজার বই জব্দ, আটক ২ স্ত্রীকে হত্যার পর প্রেশার কুকারে রান্না করলেন ভারতের সাবেক সৈনিক রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানি ১৩ ফেব্রুয়ারি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ফের নিষেধাজ্ঞা?  মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, বাংলাদেশ নিয়ে আলোচনা মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ অবৈধ অভিবাসী আটক সমন্বয়কদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি শনিবার থেকে কমতে পারে তাপমাত্রা ১৬ বছর পর কারামুক্ত হলেন বিডিআরের ১৬৮ সদস্য ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের বাবা!

অদৃশ্য সিন্ডিকেটের জালে বন্দি আকাশপথের টিকিট বাণিজ্য

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:০৪:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:০৪:৫৯ পূর্বাহ্ন
অদৃশ্য সিন্ডিকেটের জালে বন্দি আকাশপথের টিকিট বাণিজ্য
আকাশপথের টিকিট বাণিজ্যে অদৃশ্য সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। বিদেশগামী ফ্লাইটের টিকিটে অতিরিক্ত ৫ থেকে ২০ হাজার টাকা গুনতে হচ্ছে যাত্রীদের।

যাত্রীরা অভিযোগ করেছেন, বিদেশ থেকে টিকিট কম দামে পাওয়া গেলেও দেশ থেকে সেটি প্রায় দ্বিগুণ দামে কিনতে হয়। উদাহরণস্বরূপ, বিদেশে ৪০ হাজার টাকার টিকিট বাংলাদেশ থেকে কিনতে ৬০ হাজার টাকারও বেশি খরচ হচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।

এজেন্সি সংশ্লিষ্টরা বলছেন, ওমরাহ মৌসুমে এই সংকট আরও প্রকট হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এয়ারলাইন্সের সহায়তায় কিছু প্রভাবশালী ব্যক্তি ও গ্রুপ টিকিট বুকিং করে কালোবাজারি করছেন। এতে কৃত্রিম সংকট তৈরি হওয়ায় সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাত্রার টিকিটের দাম ২০ হাজার টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে।

ট্যুর হাব ট্রাভেলসের সিইও সুলতান আহমেদ বলেছেন, নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত টিকিটের দামে অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। একেকটি টিকিটে এই বাড়তি খরচ ২০ হাজার টাকা পর্যন্ত।

এদিকে, এয়ারলাইন্সগুলো বলছে, ভ্রমণ মৌসুমে যাত্রী চাহিদা বেশি হওয়ায় টিকিটের দাম বেড়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানিয়েছেন, যাত্রী চাহিদা ও চাপ বাড়ায় টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিন্ডিকেট ভাঙতে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মুজিবুল হক বলেছেন, “সিন্ডিকেট চিহ্নিত করতে বিমান মন্ত্রণালয়ের মনিটরিং টিম গঠন এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”

বাংলাদেশ থেকে বিশ্বের ৫২টি রুটে ৩৫টি এয়ারলাইন্স বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে। প্রতি বছর প্রায় ৮৫-৯০ লাখ দেশি ও বিদেশি যাত্রী বহন করে এই এয়ারলাইন্সগুলো। কিন্তু সিন্ডিকেটের প্রভাব এ খাতের স্থিতিশীলতা নষ্ট করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক-এগারোর ইঙ্গিত-উপদেষ্টা নাহিদ ইসলাম

বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক-এগারোর ইঙ্গিত-উপদেষ্টা নাহিদ ইসলাম