ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার হাত এক হবে আজ সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান ভালোবেসে এক সন্তানের জননীর কাছে চীনের চেং নাং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রাজনৈতিক, বাণিজ্যে প্রভাব পড়বে না: উপদেষ্টা ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব ৬৯ কারাগারের ১৭টি ঝুঁকিপূর্ণ, ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দি এখনো পলাতক এরদোয়ানের সমালোচনায় ৯ জনের কারাদণ্ড ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বায়ার্নের বিদায় সাজেকে গোলাগুলি চলছে, ৪০০ পর্যটক আটকা পাকিস্তানের কাছ থেকে চিনি কিনল বাংলাদেশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন নান্দি নাদাইতওয়া নতুন মন্ত্রিসভা নিয়ে বিপাকে ট্রাম্প স্বর্ণমন্দিরে পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রীর ওপর হামলা "আমরা কেন গুলি চালাব? আমরা তো জনগণের বন্ধু"- ডিএমপি কমিশনার নাগরিকদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র সরকারি জমি নিয়ে দ্বন্দ্ব, মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ পাকিস্তানের কাছ থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের মন্তব্য সেঞ্চুরি মিস করা জাকেরকে মন খারাপ করতে নিষেধ মুশফিকের

মঙ্গল গ্রহে ছিল গরম পানি, দাবি বিজ্ঞানীদের

  • আপলোড সময় : ৩০-১১-২০২৪ ১১:৫৬:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৪ ১১:৫৬:২৪ পূর্বাহ্ন
মঙ্গল গ্রহে ছিল গরম পানি, দাবি বিজ্ঞানীদের

মঙ্গল গ্রহের পরিবেশ কেমন ছিল, তা জানার জন্য বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী মঙ্গল গ্রহ থেকে ছিটকে পড়া উল্কাপিণ্ড এনডব্লিউএ৭০৩৪–এর নমুনা বিশ্লেষণ করে জানিয়েছেন, অতীতে মঙ্গল গ্রহে গরম পানির উপস্থিতি ছিল।

২০১১ সালে সাহারা মরুভূমিতে পাওয়া উল্কাপিণ্ডটি ব্ল্যাকবিউটি নামে পরিচিত। এটি প্রায় ৪৪৩ কোটি বছরের পুরোনো। মহাজাগতিক সংঘর্ষের কারণে এটি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছিটকে পড়েছে বলে ধারণা করা হয়। উল্কাপিণ্ডের জিরকন কণায় পাওয়া রাসায়নিক চিহ্ন প্রমাণ করে, মঙ্গল গ্রহে একসময় ভূতাপীয় (হাইড্রোথার্মাল) সিস্টেম সক্রিয় ছিল। বিজ্ঞানীদের মতে, এই সিস্টেম পৃথিবীতে প্রাণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই ধারণা করা হচ্ছে, মঙ্গল গ্রহের ভূত্বক গঠনের সময়েও এমন উপাদান ছিল, যা সেখানে বাসযোগ্য পরিবেশ তৈরিতে সহায়ক হতে পারত।

গবেষণার নেতৃত্বে থাকা কার্টিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যারন ক্যাভোসি বলেন, এই আবিষ্কার মঙ্গলের প্রাথমিক ভূতাপীয় সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। ন্যানো-স্কেল জিওকেমিস্ট্রি ব্যবহার করে মঙ্গলে গরম পানির উপস্থিতির প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

বিজ্ঞানীরা লোহা, অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং ইট্রিয়ামের মতো উপাদান বিশ্লেষণের জন্য ন্যানো-স্কেল ইমেজিং ও স্পেকট্রোস্কোপি ব্যবহার করেছেন। এসব উপাদানের প্যাটার্ন থেকে ধারণা করা হয়, মঙ্গল গ্রহের ভূত্বকে প্রাথমিক অবস্থায় গরম পানি ছিল।

বিজ্ঞানীরা বলছেন, এই আবিষ্কার ভবিষ্যতে মঙ্গল গ্রহে প্রাণের সম্ভাবনা এবং অতীতে সেখানে কোনো বাসযোগ্য পরিবেশ ছিল কি না, তা নিয়ে আরও গবেষণার সুযোগ করে দেবে।

সূত্র: আর্থ ডট কম


কমেন্ট বক্স