কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপ বিদ্যুৎকেন্দ্রে আজ শনিবার থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে। ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ শুক্রবার সকালে ৭০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে পৌঁছায়। বিকেল থেকেই কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে।
বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার জানান, বিদ্যুৎকেন্দ্রের ৬০০ মেগাওয়াটের প্রথম ইউনিট শনিবার থেকে উৎপাদনে যাবে।
তিনি আরও জানান, রোববার ১ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে ৬৬ হাজার টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ মাতারবাড়ীতে আসবে। এক বছরে ৩৫ লাখ টন কয়লা আমদানির জন্য মেঘনা গ্রুপ ও বিরলা নামে যৌথ একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় দ্বিতীয় ইউনিটও চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে উৎপাদনে যাবে।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর কয়লাসংকটের কারণে ১,২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে কয়লার নতুন সরবরাহ আসার ফলে কেন্দ্রটি আবারও উৎপাদনে ফিরছে।