ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর অস্ট্রেলিয়ার জন্য এলো আরেকটি দুঃসংবাদ। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারবেন না দলের অন্যতম পেসার জস হ্যাজেলউড। এছাড়া বাকি ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হ্যাজেলউডের ‘লো গ্রেড লেফট সাইড’ চোট ধরা পড়েছে। তবে এই চোট কীভাবে লেগেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
হ্যাজেলউডের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন পেসার শন অ্যাবট এবং ব্রেন্ডান ডগেট। যদিও অভিষেকের অপেক্ষায় থাকা এই দুই পেসারের মাঠে নামার সম্ভাবনা কম। একাদশে হ্যাজেলউডের পরিবর্তে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে, যিনি ইতোমধ্যে টেস্ট ক্রিকেটে ১০ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন।
হ্যাজেলউড দলের সঙ্গেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। তবে এই চোট তার পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড সিরিজে খেলায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
অস্ট্রেলিয়া পেস ত্রয়ী হ্যাজেলউড, মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের একত্রে খেলার সুযোগ না পাওয়ায় বোলিং আক্রমণে প্রভাব পড়তে পারে। স্কট বোল্যান্ডের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম দলকে ভরসা জোগাবে, তবে দলের সামগ্রিক চ্যালেঞ্জ বাড়ছে।