বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, তাদের দল কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি হবে না, তবে যদি কেউ বাংলাদেশকে হুমকি দেয়, তাহলে তা মোকাবিলা করা হবে। তিনি শনিবার (৩০ নভেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান রিপন বলেন, "আমাকে অনেক বিদেশি কূটনীতিক বলেন, 'তোমরা তো সক্ষমতা হারিয়ে ফেলেছ, সবই দিয়ে দিয়েছ।' একাত্তরে আমরা আমাদের স্বাধীনতা চেয়েছি, আর ভারত তাদের থ্রেটকে মিনিমাইজ করতে চেয়েছিল।" তিনি আরো বলেন, "ভারত সার্ক কার্যকর করতে চাইবে না, সুতরাং অন্য ফোরামে বাংলাদেশকে সক্রিয় হতে হবে।"
চিন্ময় দাশের গ্রেফতার নিয়ে সরকারকে সঠিক কাজ করেছে বলে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, "এখানে ধর্মভিত্তিকভাবে দেখার সুযোগ নেই, নাগরিকের অপরাধ নাগরিক হিসেবেই দেখা উচিৎ।"
তিনি আরো অভিযোগ করেন, "আইনজীবী সাইফুল হত্যার মতো ঘটনা ভারতে ঘটলে সেখানে রক্তের বন্যা বয়ে যেত, মসজিদ ভেঙে দেওয়া হতো। কিন্তু বাংলাদেশে, যদিও ক্ষোভ ও প্রতিবাদ হয়েছে, কোনো সাম্প্রদায়িক সহিংসতা দেখা যায়নি। বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক দেশ নয়।"
দেশের স্বার্থ রক্ষার বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, "বিএনপি কোনো শক্তির সঙ্গে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ন্যূনতম আপস করবে না। জাতীয় ঐক্য ধরে রেখে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।"