অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়ার জন্য দুঃসংবাদ। ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা পেসার জশ হ্যাজেলউড। শুধু তাই নয়, পাঁচ ম্যাচ সিরিজের বাকি অংশেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
হ্যাজেলউডের পরিবর্তে স্কোয়াডে যুক্ত হয়েছেন দুই নতুন মুখ— শন অ্যাবট ও ব্রেনডন ডগেট। তবে এই দুইজনের অভিষেক হওয়ার চেয়ে বেশি সম্ভাবনা রয়েছে স্কট বোল্যান্ডের মাঠে নামার।
প্রথম টেস্ট হেরে এমনিতেই চাপের মুখে থাকা অজিদের জন্য হ্যাজেলউডের ছিটকে যাওয়া বড় ধাক্কা। প্রথম টেস্টে দুর্দান্ত পারফর্ম করে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তার বোলিংয়েই ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়েছিল। তবে ব্যাটিং ব্যর্থতার কারণে ম্যাচটি অজিদের হাতছাড়া হয়।
বদলি খেলোয়াড়দের নিয়ে কিছুটা হলেও ভরসা রাখতে পারে অস্ট্রেলিয়া। শন অ্যাবট ঘরোয়া ক্রিকেটে ২৬১ উইকেটের মালিক। অন্যদিকে, ডগেট জাতীয় দলে নতুন হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ১৪২ উইকেট। তবে অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে আছেন স্কট বোল্যান্ড। ১০ টেস্টে ৩৫ উইকেট শিকার করা এই পেসারকে নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামতে পারে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে ডে-নাইট টেস্ট। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। এখন দেখার বিষয়, হ্যাজেলউডের অনুপস্থিতিতে অজিদের পেসাররা কীভাবে লড়াই করে।