দ্বিতীয় ওয়ানডেতেও ছন্দে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে রেকর্ড জয় পাওয়ার পর মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচেও শুরুটা ভালো হয়েছে টাইগ্রেসদের। টস হেরে বোলিংয়ে নেমে আয়ারল্যান্ড নারী দলকে প্রথম ইনিংসে ১৯৩ রানে আটকে দিয়েছে তারা।
শনিবার (৩০ নভেম্বর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশি বোলাররা। আয়ারল্যান্ডের ইনিংসের গোড়াপত্তনেই ধস নামান সুলতানা খাতুন। মাত্র ৯ রানেই বিদায় করেন প্রতিপক্ষ অধিনায়ক গ্যাবি লুইসকে। এরপর আরেক ওপেনার সারাহ ফোর্বস বিদায় নেন পাওয়ারপ্লে শেষে, দলীয় স্কোর তখন মাত্র ৩৫।
তবে এরপর প্রতিরোধ গড়ে তুলেন এমি হান্টার এবং ওরলা প্রেন্ডারগাস্ট। তাদের ৯১ রানের জুটি আইরিশদের লড়াইয়ে ফেরার আশা দেখায়। তবে স্বর্ণা আক্তারের এক ওভারে দুজনই ফিরে গেলে আবারও ব্যাকফুটে চলে যায় সফরকারীরা। হান্টার ৮৮ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন, আর প্রেন্ডারগাস্টের ব্যাট থেকে আসে ৩৭ রান।
শেষদিকে উনা রেমন্ডের ২১ রানের ঝোড়ো ইনিংস এবং লরা ডিলানির ৫০ বলে ৩৩ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রান তোলে আয়ারল্যান্ড।
বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা খাতুন ছিলেন দুর্দান্ত, ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। তার সঙ্গে নাহিদা খাতুন এবং স্বর্ণা আক্তার একটি করে উইকেট তুলে নিয়ে দলের সাফল্যে ভূমিকা রাখেন।
এই ম্যাচেও জয় তুলে নিতে বাংলাদেশের ব্যাটারদের দৃঢ়তার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করতে হবে।