ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা  মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট ছুটির দিনেও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘু ভারতে পালানোর তথ্য সঠিক নয়: দ্য হিন্দু

  • আপলোড সময় : ০২-১২-২০২৪ ১২:৩২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৪ ১২:৩২:২৫ অপরাহ্ন
হাসিনার পতনের পর দলে দলে সংখ্যালঘু ভারতে পালানোর তথ্য সঠিক নয়: দ্য হিন্দু
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন বাড়ছে এবং তারা দলে দলে ভারতে পালাচ্ছেন। তবে ভারতের দ্য হিন্দু সংবাদপত্র এসব খবরকে ভুয়া বলে আখ্যা দিয়েছে এবং বলেছে, এমন কোনো ঘটনা ঘটছে না।

দ্য হিন্দু প্রতিবেদনে জানায়, হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ থেকে ভারতে পালানোর কোনো বড় চেষ্টা হয়নি। ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সীমান্তে ১,৩৯৩ বাংলাদেশি আটক হয়েছেন, যা ৪ আগস্টের আগে আটক হওয়া ১,১৪৪ জনের তুলনায় বেশি নয়। এই তথ্য থেকে স্পষ্ট হয় যে, হাসিনার সরকারের পতনের পর সীমান্ত পাড়ি দেওয়ার কোনো বড় ঘটনা ঘটেনি।

এছাড়া, চলতি বছর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সীমান্তে মোট ৩,৯০৭ জন অনথিভুক্ত ব্যক্তি আটক হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি, ভারতীয় এবং অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। ২০২৩ সালে বাংলাদেশিদের আটক হওয়া সংখ্যা ৩,১৩৭, যা ২০২২ সালের ৩,০৭৪ জনের কাছাকাছি। বিএসএফ জানিয়েছে, ৫ আগস্টের পর সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং বৈধ নথি ছাড়া কাউকে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

বিএসএফের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে, তবে রিপোর্ট লেখা পর্যন্ত ভারতে পালানোর কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি।” সীমান্তে নজরদারি বৃদ্ধি করার পরও, এমন কোনো তথ্য পাওয়া যায়নি যে, বাংলাদেশ থেকে ভারতে বড় আকারে অভিবাসন ঘটছে।

অন্যদিকে, বিএসএফ জানিয়েছে, ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সীমান্তে ভারতে প্রবেশ করতে চাওয়া ৩৮৮ ভারতীয় নাগরিক আটক হয়েছেন। এই সময়কালে মিয়ানমারসহ অন্যান্য দেশের ১০৯ জনও সীমান্তে আটক হয়েছেন। ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে সীমান্তে আটক হওয়া বাংলাদেশিদের সংখ্যা ধারাবাহিকভাবে ২,৪৮০ থেকে ৩,২৯৫-এর মধ্যে ওঠানামা করেছে, যা বোঝায় যে সীমান্ত পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তন হয়নি।

বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে, বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার মাঝেও সীমান্তে পরিস্থিতি প্রায় একই রকম রয়ে গেছে। বিএসএফ জানিয়েছে, তারা ৫ আগস্টের পর সীমান্তে অতিরিক্ত নজরদারি বৃদ্ধি করেছে এবং বিজিবির সঙ্গে একাধিক বৈঠক করেছে যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তাহলে, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে ভারতে পালানোর খবর বা গণ-অভিবাসনের কোনো বড় ঘটনা ঘটেনি। বরং, সীমান্তে পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক রয়েছে, এবং এর মধ্যে কোনো বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।

সূত্র: দ্য হিন্দু

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর