গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরেকোরে গতকাল রোববার ফুটবল খেলা চলাকালে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের কারণে দুই পক্ষের দর্শকদের মধ্যে তুমুল মারামারি ঘটে। এই সংঘর্ষে বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষে অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে বলেন, "হাসপাতালে যতদূর চোখ যায়, শুধু লাশের সারি। মেঝেতে পড়ে আছেন অনেক আহত ব্যক্তি, মর্গে আর লাশ রাখার জায়গা নেই। সেখানে প্রায় ১০০ জন মারা গেছেন।" অন্য একজন চিকিৎসকও অনেক মানুষের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের কয়েকটি ভিডিও ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে, খেলার মাঠের বাইরে সড়কে প্রচুর মানুষ সংঘর্ষে লিপ্ত। অসংখ্য মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে। তবে এএফপি এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ দর্শকরা এন’জেরেকোরে পুলিশের স্টেশনে ভাঙচুর করে সেটিতে আগুন ধরিয়ে দেন। তারা আরও জানান, খেলায় রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের পর দর্শকরা মাঠে ঢুকে পড়েন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়।
এটি গিনির জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে আয়োজিত একটি ফুটবল প্রতিযোগিতার অংশ ছিল। ২০২১ সালে গিনির ক্ষমতা দখল করেন দুমবুইয়া এবং পরে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন।