২০২৪ সালের প্রথম দিন থেকেই ভারতের বিনোদন জগতের জন্য মন খারাপ করা খবর আসতে শুরু করেছে। আত্মহত্যা কিংবা অপঘাতে তারকাদের মৃত্যু, যৌন সহিংসতার অভিযোগ—এই বছরটা অনেকেই মনে রাখবেন দুঃখজনক ঘটনায়।
এবার সেই তালিকায় যোগ হলো দক্ষিণী অভিনেত্রী সবিতা শিবন্নার মৃত্যু। রোববার (১ ডিসেম্বর) হায়দরাবাদে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ। মাত্র ৩০ বছর বয়সে ঝড়ে গেল তার উজ্জ্বল জীবন।
পুলিশ জানিয়েছে, শোবিতা শিবন্নাকে তার নিজ অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এই মৃত্যুর পেছনে কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে।
শোবিতা শিবন্না বেশ কিছু জনপ্রিয় কন্নড় সিনেমা ও টিভি সিরিয়ালে কাজ করেছেন, তার মধ্যে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘জ্যাকপট’ এবং টিভি সিরিয়াল ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কোগিলে’ উল্লেখযোগ্য। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে। সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন।