ভারতের রাজস্থানে সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা আজমির শরিফ শিব মন্দিরের ওপর তৈরি হয়েছিল বলে দাবি করে একটি মামলা করেছেন হিন্দু সেনার প্রধান বিষ্ণু গুপ্ত। এই মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে আদালত এবং সব পক্ষকে নোটিশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ ডিসেম্বর হবে এবং আদালত আজমির শরিফ দরগাহর ওপর জরিপের নির্দেশ দিয়েছে।
বিষ্ণু গুপ্ত তিনটি যুক্তি তুলে ধরে দাবি করেছেন যে আজমির শরীফ দরগাহর নিচে একটি মন্দির ছিল। তবে, এ অভিযোগের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে আজমির দরগাহর প্রধান উত্তরাধিকারী এবং খাজা মঈনুদ্দিন চিশতির বংশধর সৈয়দ নাসিরুদ্দিন চিশতি বলেছেন, এটি একটি জনপ্রিয়তা পাওয়ার সস্তা কৌশল।
এদিকে, গত রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা একটি চিঠিতে ভারতের ঐতিহ্যবাহী ও বহুত্ববাদী পরিচয়ের ওপর অবৈধ ও ক্ষতিকর কার্যক্রম বন্ধে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন সাবেক আমলাদের একটি দল।